এসএসসি কৃষিশিক্ষা ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • উদ্ভিদের বংশরক্ষায় জীবন্ত মাধ্যমটির নাম কী?
  • নেশা জাতীয় বীজ কোনটি?
  • জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?
  • বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে কতটুকু জৈব পদার্থ থাকা প্রয়োজন?
  • আলুর বীজ উৎপাদনের জন্য কত সে.মি. গভীর চাষ দিতে হবে?
  • বীজ আলু উৎপাদনের জন্য কোন পোকা দমন অত্যন্ত জরুরি?
  • আধুনিক জাতের আলুর পরিপক্বতা আসতে কত দিন লাগে?
  • আলু সংগ্রহ করার পর কতদিন মেঝেতে বিছিয়ে রাখতে হবে?
  • প্লাঙ্কটনের উপস্থিতির জন্য পানির রং কেমন হয়?
  • ছোট ও অগভীর বদ্ধ জলাশয় যেখানে নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করা হয়-
  • আদর্শ পুকুরের আকৃতি হবে-
  • আদর্শ পুকুরের পাড়গুলোর ঢাল হবে-
  • প্ল্যাঙ্কটনের উপস্থিতির জন্য পানির রং হয়-
  • পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমপক্ষে কত মি. গ্রাম/মিটার হওয়া প্রয়োজন?
  • মাছ চাষের পুকুরে পানির পিএইচ কত হলে ভালো হয়?
  • ধানী পোনার আকার কত সে.মি এর বেশি?
  • যে পুকুরে রেনু পোনা ছেড়ে ধানী পোনা পর্যন্ত বড় করা হয় তাকে কী বলে?
  • পুকুর সাধারণত কত মিটার গভীর হয়?
  • যে পুকুরে ধানী পোনা ছেড়ে চারা বা আঙুলে পোনা পর্যন্ত বড় করা হয় তাকে কী পুকুর বলে?
  • যে পুকুরে আঙুলে পোনা ছেড়ে বড় মাছে পরিণত করা হয় তাকে কী বলে?
  • মিনি পুকুরের আয়তন কত হয়?
  • কোন মাছ পুকুরের মধ্যস্তরে থাকে?
  • মাছ চাষের পুকুর কত বছর পর পর শুকানো উচিত?
  • পুকুরের উপরিতল, ধার ও পাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কী বলে?
  • পুকুরে বিষ দেওয়ার পর কতদিন পানি ব্যবহার করা যাবে না?
  • চুন প্রয়োগের কতদিন পর পুকুরে সার প্রয়োগ করতে হয়?
  • দূরবর্তী স্থানে পোনা পরিবহনের জন্য কোনটি ব্যবহৃত হয়?
  • পুকুর প্রস্তুতির সময় শতকপ্রতি কতটুকু ইউরিয়া প্রয়োগ করতে হবে?
  • পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য থাকলে পানির রং কেমন হবে?
  • পোনাভর্তি পলিব্যাগ পুকুরে কতসময় ভাসিয়ে রাখতে হবে?
  • পুকুরে পোনা ছাড়তে হবে কখন?
  • বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ের মোট আয়তন কত?
  • বাংলাদেশের জলাশয়ের শতকরা কতভাগ বদ্ধ জলাশয়?
  • বাংলাদেশে কত প্রজাতির স্বাদু পানির মাছ আছে?
  • স্বাদু পানির মাছের মধ্যে বিপন্ন প্রজাতির সংখ্যা কত?
  • বাংলাদেশের স্বাদু পানির মাছের প্রজাতির মধ্যে কতটি প্রজাতি সংকটাপন্ন বলে চিহ্নিত করা হয়েছে?
  • বাংলাদেশে এ পর্যন্ত কতটি মৎস্য অভয়াশ্রম স্থাপিত হয়েছে?
  • চাষের উদ্দেশ্য ব্যতীত রুই, কাতলা মাছ (৯ ইঞ্চির নিচে) কখন বিক্রি ও পরিবহন নিষিদ্ধ?
  • মৎস্য আইনের মাধ্যমে কতটি নদী থেকে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে?
  • সরকার ঘোষিত ইলিশ অভয়াশ্রম কতটি?
  • Download our App Bissoy