এসএসসি জীববিজ্ঞান Biology Suggestion 2023 এমসিকিউ প্রশ্ন

  • জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখার নাম কী?
  • কোন রাজ্যের জীবদের উনড়বত টিস্যুতন্ত্র বিদ্যমান?
  • ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞানকে কী বলে?
  • চিকিৎসা সম্পর্কিত শাখা কোনটি?
  • জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?
  • ক্যারোলাস লিনিয়াস কিসের অধ্যাপক ছিলেন?
  • লিনিয়াস জীব নমুনার বৈশিষ্ট্যের উপর জীবজগতকে কয়টি ভাগে বিভক্ত করেন?
  • দ্বিপদ নামকরণের ভাষা কোনটি?
  • ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত?
  • প্রকৃত কোষের ক্রোমোজোমে কোনটি থাকে না?
  • শ্বসনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম কোথায় সুবিন্যস্ত থাকে?
  • ক্লোরোপ্লাস্ট কোন বর্ণ কণিকার আধিক্যের জন্য সবুজ হয়?
  • যৌন জনন ও জনুক্রম দেখা যায় এমন জীবে কোন ধরনের কোষ উৎপন্ন হয়?
  • কোনটি কোষের পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ করে?
  • কোষঝিল্লির ভাঁজকে কী বলে?
  • কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয়?
  • লাইসোজোমের কাজ কোনটি?
  • লাইসোজোম এর এনজাইম জীবাণুকে কী করে?
  • নিউক্লিয়ার ঝিল্লিস্থ ছিদ্রকে কী বলে?
  • শক্তির মূল উৎস কী?
  • রিচার্জেবল ব্যাটারি বলা হয় কাকে?
  • Biological coin এর বাংলা কী?
  • ATP কে ভেঙে কোনটি তৈরি করে?
  • পত্ররন্ধ্রের মাধ্যমে সবুজ উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে?
  • সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি?
  • ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কী তৈরি হয়?
  • বায়ুমমণ্ডলের CO2 কিসের মধ্যে দিয়ে কোষে প্রবেশ করে?
  • ক্যালভিন চক্রে অস্থায়ী কী তৈরি হয়?
  • C3 গতিপথ আবিষ্কারকের নাম কী?
  • C4 চক্রপরিচালিত হয় কোন উদ্ভিদে?
  • কোনটির অভাবে উদ্ভিদে সালোকসংশ্লেষণ ব্যাহত হয়?
  • ফসফরাস ঘটিত সার কোনটি?
  • মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান কয়টি?
  • কোনটি ক্লোরোফিল অণুর একটি উপাদান?
  • নিউক্লিক এসিডের গাঠনিক উপাদান কোনটি?
  • কোনটির অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়?
  • পাতার শীর্ষ ও কিনারায় মৃত অঞ্চল সৃষ্টি হয় কোনটির অভাবে?
  • কোন প্রক্রিয়ার ফলে জীবদেহে তাপ ও শক্তি তৈরি হয়?
  • উদ্ভিদের কোন অংশে আমিষ বেশি থাকে?
  • উদ্ভিদে কয়টি প্রক্রিয়া সম্মিলিতভাবে শোষণ কাজ সম্পাদন করে?
  • Download our App Bissoy