এসএসসি জীববিজ্ঞান ২য় অধ্যায় জীবকোষ ও টিস্যু এমসিকিউ প্রশ্ন

  • নিউক্লিওলাস কী দ্বারা গঠিত?
  • পাতার ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা টিস্যুকে কি বলে?
  • প্রাথমিক অবস্থায় প্রাথমিক জাইলেমকে কী বলে?
  • উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করা প্রধান কাজ কোনটির?
  • পাতলা প্রাচীর যুক্ত প্যারেনকাইমা কোনটিতে পাওয়া যায়?
  • জাইলেম ও ফ্লোয়েম একত্রে কোন টিস্যুতন্ত্রগঠন করে?
  • সিভকোষ কোন ধরনের কোষ দ্বারা গঠিত?
  • মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের এপিথেলিয়াল টিস্যু বিদ্যমান?
  • জনন টিস্যু কোন টিস্যু থেকে রূপান্তরের মাধ্যমে উৎপন্ন হয়?
  • কোনটি মাতৃকার ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে দৃঢ়তা প্রদান করে?
  • রক্তকণিকা কয় ধরনের?
  • মসৃণ পেশি বলা হয় কোনটিকে?
  • পৌষ্টিকনালীর অংশ হলো-
  • অ্যামিবা একটি প্রাণিকোষ কারণ এর
  • কোলেনকাইমা কোষে
  • অভ্যন্তরীণ অঙ্গের অন্তর্ভুক্ত
  • কোষ ঝিল্লির কাজ হলো
  • ক্লোরোপ্লাস্ট নিম্মোক্ত অঙ্গে বর্তমান থাকে-
  • উদ্দীপকের সংগৃহীত অংশটিতে কোন ধরনের টিস্যু বিদ্যমান?
  • উদ্দীপকের সংগৃহীত অংশের টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে-
  • মাসুমের আলোচিত অঙ্গাণুটির নাম কী?
  • উক্ত অঙ্গটির বৈশিষ্ট্য হচ্ছে-
  • Download our App Bissoy