এসএসসি ইতিহাস ৪র্থ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • কত শতকের মাঝামাঝি পাল বংশের পতন ঘটে?
  • বাংলায় সেন শাসন অব্যাহত ছিল কয় বছর?
  • বাংলার রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে কীভাবে?
  • সেন রাজত্বের অবসান ঘটে কাদের হাতে?
  • গুপ্তযুগের পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস রচিত না হওয়ার যথার্থ কারণ হলো-
  • ভারত আক্রমণ করেন কে?
  • গ্রিক লেখকদের কথায় কী নামে বাংলাদেশে এক শক্তিশালী রাজ্য ছিল?
  • পাটলিপুত্রের নন্দবংশীয় রাজার নাম কী?
  • উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় কার রাজত্বকালে?
  • সমগ্র বাংলা জয় করা হয় কার রাজত্বকালে?
  • কোন সময়ে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
  • গুপ্তদের রাজধানী ছিল কোথায়?
  • সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমতট কোন ধরনের রাজ্য ছিল?
  • ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজবংশের উদ্ভবের সাথে সাদৃশ্য রয়েছে-
  • গুপ্তদের পর সমগ্র উত্তর ভারতে কী দেখা দেয়?
  • গুপ্তদের পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি স্বাধীন রাজ্যের সৃষ্টি হয়?
  • কত শতকের প্র মার্ধে গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে?
  • গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসককে কী বলা হতো?
  • শশাঙ্ক কত খ্রিষ্টাব্দের পূর্বেই রাজ সিংহাসনে আরোহণ করেন?
  • শশাঙ্কের রাজধানী ছিল কোথায়?
  • কামরূপের রাজা কার হাতে পরাজিত হন?
  • শশাঙ্কের সময়ে উত্তর ভারতে কয়জন শক্তিশালী রাজা ছিলেন?
  • শশাঙ্ক কীভাবে স্বীয় শক্তি বৃদ্ধি করেন?
  • মৌখরিরাজ গ্রহবর্মনকে পরাজিত করেন কে?
  • শশাঙ্কের মৃত্যুর সময়কাল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
  • শশাঙ্ক কোন ধর্মের উপাসক ছিলেন?
  • হিউয়েন সাং শশাঙ্ককে কোন ধর্মের বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন?
  • সাত শতকে বাংলার ইতিহাসের সাথে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
  • কার মৃত্যুতে বাংলার ইতিহাসে এক দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়?
  • কার হাতে গৌড়রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়?
  • পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে কী বলে?
  • বাংলায় অরাজকতা চলে কত বছরব্যাপী?
  • প্রবীণ নেতাগণ কাকে রাজপদে নির্বাচিত করলেন?
  • তিব্বতের ঐতিহাসিক লামা তারনাথ কার সিংহাসন আরোহণ নিয়ে রূপকথার অবতারণা করেন?
  • গোপালের পিতার নাম কী?
  • গোপালের পিতামহের নাম কী?
  • গোপাল কত বছর শাসন করেছিলেন?
  • গোপাল সিংহাসনে আরোহণ করে কিসে মনোযোগ দেন?
  • গোপালের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন কে?
  • ৭৫৬ থেকে ৭৮১ পর্যন্ত বাংলা শাসনের ক্ষেত্রে কোন নামটি সমর্থনযোগ্য?
  • Download our App Bissoy