এসএসসি ইতিহাস ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • আদিম যুগের মানুষ কিসের ব্যবহার জানত না?
  • প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয় কখন থেকে?
  • আদিম যুগের মানুষ কী জানত না?
  • পাথর যুগের প্রথম পর্যায়কে কী বলা হতো?
  • আদিম যুগের মানুষ কীভাবে পশু শিকার করত?
  • মিশরের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
  • মিশরের উত্তরে কী রয়েছে?
  • মিশরের আয়তন কত?
  • মিশরীয় সভ্যতা স্থায়ী হয়েছিল কয় বছর?
  • মিশরীয় সভ্যতার গোড়াপত্তনের ক্ষেত্রে কার নেতৃত্ব সমর্থনযোগ্য?
  • মিশরের প্রথম রাজা কে ছিলেন?
  • ফারাও এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটি?
  • ফারাওরা নিজেদের কী মনে করতেন?
  • ফারাও পদটি কেমন ছিল?
  • নীলনদের উৎপত্তিস্থল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
  • মিশর কিসের দান?
  • ‘মিশর নীলনদের দান’ কথাটি কে বলেছেন?
  • নীলনদ না থাকলে মিশর কিসে পরিণত হয়?
  • প্রাচীনকালে নীলনদে প্রতিবছর কী হতো?
  • ফারাওরা ঈশ্বরের কী হিসেবে দেশ শাসন করতেন?
  • মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন?
  • মিশরীয়দের প্রিয় রঙের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
  • মিশরীয়রা মন্দিরের দেওয়াল সাজাতে গিয়ে কোন শিল্পের সূচনা করে?
  • মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?
  • মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি?
  • মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী?
  • চিত্রলিপিকে কী বলা হয়?
  • মিশরীয়রা অঙ্কশাস্ত্রের কয়টি শাখা প্রচলন করে?
  • কিসের কারণে মিশরীয়রা বিজ্ঞানচর্চায় আগ্রহী ছিল?
  • মিশরীয়রা কয়দিনে বছর আবিষ্কার করে?
  • সিন্ধু সভ্যতা কিসের সমসাময়িক?
  • সিন্ধু সভ্যতা আবিষ্কারের কাহিনী কেমন?
  • সিন্ধু সভ্যতার যুগে নগরের শাসনকর্তারা কোথায় বসবাস করতেন?
  • সিন্ধু সভ্যতার যুগে কোন পরিবার পদ্ধতি চালু ছিল?
  • সিন্ধু সভ্যতার যুগে কিসের শ্রেণিবিভাগ ছিল?
  • সিন্ধু সভ্যতার যুগে সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল?
  • সিন্ধু সভ্যতার যুগে কৃষকেরা কোথায় বাস করত?
  • সিন্ধু সভ্যতার অর্থনীতিকে সমৃদ্ধ করতে কোনটি বিশেষ সহায়ক ছিল?
  • সিন্ধুবাসীদের নিকট কোন পূজা খুব জনপ্রিয় ছিল?
  • সিন্ধুবাসীরা কিসে বিশ্বাস করত?
  • Download our App Bissoy