এসএসসি ইতিহাস ১ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • আমাদের দেশে মুক্তিযুদ্ধ কবে সংঘটিত হয়?
  • সত্য বিষয়/ঘটনা উপস্থাপন করে কোনটি?
  • History শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
  • ‘ইতিহাস’ শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
  • ‘ইতিহ’ শব্দের অর্থ কী?
  • অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণ কী?
  • বর্তমান সময়ের ইতিহাসকে কী বলা হয়?
  • ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন কে?
  • History শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
  • হিস্টরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
  • কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়?
  • সঠিক ইতিহাস কিসের ওপর নির্ভর করে রচিত?
  • লিওপোল্ড ফন্ র‌্যাংকের মতে ইতিহাস হলো-
  • লামা তারনাথ কোন দেশীয় লেখক?
  • পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
  • চৈনিক পরিব্রাজক হিসেবে কার নামটি সমর্থনযোগ্য?
  • ইবনে বতুতা কোন দেশীয় পরিব্রাজক?
  • উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
  • ইতিহাসের অলিখিত উপাদান কোনটি?
  • ইতিহাসের অলিখিত উপাদানের অন্তর্ভুক্ত কোনটি?
  • মানবসভ্যতার অগ্রগতির সাথে সাথে কী লেখা হচ্ছে?
  • অতীতের ঘটনাসমূহ বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে কোনটি?
  • ইতিহাসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
  • ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
  • বিষয়বস্তুগত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
  • ইতিহাসের পরিসর সম্প্রসারিত হওয়ার যথার্থ কারণ কোনটি?
  • মানুষ তার সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল কোনটি?
  • ভিকো কোন যুগের ঐতিহাসিক?
  • মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু-এটি কার অভিমত?
  • অন্যান্য বিষয় থেকে আলাদা কোনটি?
  • অতীত-বর্তমানের ঘটনাপ্রবাহ কোনটির বিচরণ ক্ষেত্র?
  • ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজšে§র কাছে তুলে ধরা কার বৈশিষ্ট্য?
  • মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় কিসের আওতাভুক্ত?
  • খাদ্য সংগ্রহের মধ্যে কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল কোন যুগের মানুষের?
  • মানবসমাজের সভ্যতার বিবর্তনের সত্যনির্ভর বিবরণ কী?
  • দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তি প্রয়োজনে কোনটির পাঠ অত্যন্ত জরুরি?
  • জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ়করণে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত?
  • মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলির দৃষ্টান্ত থেকে কী নিতে পারে?
  • বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে কিসের শিক্ষা?
  • ইতিহাসকে শিক্ষণীয় দর্শন বলার যথার্থ কারণ কী?
  • Download our App Bissoy