এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • মহানবি (স.)-এর আবির্ভাবের পূর্বে দুনিয়ার মানুষের আচরণ কেমন ছিল?
  • মহানবি (স.)-এর আবির্ভাবের পূর্বে দুনিয়ার মানুষ আল্লাহর বিধান ও নবি-রাসুলগণের আদর্শ ভুলে সর্বপ্রকার জঘন্যতম পাপাচারে লিপ্ত হয়েছিল বলে এ যুগকে বলা হতো−
  • আইয়্যামে জাহেলিয়া অর্থ কী?
  • মহানবি (স.)-এর আবির্ভাবের পূর্বের যুগ কী হিসেবে পরিচিত?
  • কাবাঘরে কয়টি মূর্তি স্থাপন করেছিল?
  • বিশ্বমানবতার শান্তির দূত কে?
  • বিশ্বমানবতায় শান্তির দূত হিসেবে আল্লাহ তায়ালা কাকে প্রেরণ করেন?
  • মহানবি (স.)-এর আবির্ভাব হয়েছিল কেন?
  • হযরত মুহাম্মদ (স.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
  • হযরত মুহাম্মদ (স.)-এর পিতার নাম কী?
  • হযরত মুহাম্মদ (স.)-এর মাতার নাম কী?
  • শিশু মুহাম্মদ (স.)-এর চরিত্রে কিসের একটি অনুপম দৃষ্টান্ত পরিলক্ষিত হয়?
  • হযরত মুহাম্মদ (স.)-এর দুধ মাতার নাম কী? অথবা, মহানবি (স.)-এর ধাত্রী মাতার নাম কী?
  • মহানবি (স.)-এর দুধভাই কে ছিলেন?
  • ধাত্রীমাতা হালিমা মহানবি (স.)-কে কত বছর মাতৃস্নেহে লালন-পালন করেন?
  • কত বছর বয়সে হযরত মুহাম্মদ (স.)-এর মাতা ইন্তিকাল করেন?
  • ছয় বছর বয়সে মুহাম্মদ (স.) কার আশ্রয়ে লালিত-পালিত হন?
  • মহানবি (স.)-এর দাদার নাম কী ছিল?
  • কত বছর বয়সে মহানবি (স.) তাঁর দাদাকে হারান?
  • দাদার মৃত্যুর পর হযরত মুহাম্মদ (স.) কার আশ্রয়ে লালিত-পালিত হন?
  • হযরত মুহাম্মদ (স.) মেষ চরাতেন কেন?
  • কী উদ্দেশ্যে মহানবি (স.) চাচার সাথে সিরিয়ায় যান?
  • মহানবি (স.) ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন?
  • সিরিয়া যাত্রাপথে মহানবি (স.)-এর সাথে যে পাদ্রীর সাক্ষাৎ হয় তার নাম কী?
  • হযরত মুহাম্মদ (স.) যে শেষ যামানার নবি হবেন কোন লোকটি বলেছিল?
  • কোন পাদ্রী মুহাম্মদ (স.) সম্পর্কে ভবিষ্যদ্ববাণী করেছিলেন?
  • পাদ্রী বহীরা মহানবি (স.) সম্পর্কে কী ভবিষ্যদ্বাণী করেন?
  • ফিজার যুদ্ধ কখন হয়েছিল?
  • মুসলিম জাহানের প্রথম খলিফা কে ছিলেন?
  • হযরত আবু বকর (রা.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
  • হযরত আবু বকর (রা.) মক্কার কোন বংশে কোন গোত্রে জন্মগ্রহণ করেন?
  • হযরত আবু বকর (রা.) কোন গোত্রে জন্মগ্রহণ করেন?
  • বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্র ম ইসলাম গ্রহণ করেন কে?
  • কোন যুদ্ধের সময় হযরত আবু বকর (রা.) তাঁর সকল সম্পদ নবি (স.)-এর দরবারে হাজির করেন।
  • ‘সিদ্দীক’ অর্থ কী?
  • কোন যুদ্ধে অনেক হাফেয সাহাবি শাহাদাত বরণ করেন?
  • কোন খলিফার আমলে সমগ্র কুরআন মজিদকে গ্রন্থাকারে একত্রিত করা হয়?
  • হযরত আবু বকর (রা.) সমগ্র কুরআন গ্রন্থাকারে একত্র করলেন। এ মহৎ কাজের জন্য তাঁকে বলা হয়-
  • হযরত আবু বকর (রা.) কিসের ব্যবসায় করতেন?
  • হযরত উমর (রা.) ছিলেন-
  • Download our App Bissoy