এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা ৪র্থ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ‘আখলাক’ কোনটির বহুবচন?
  • আখলাক শব্দের অর্থ কোনটি?
  • আখলাক বলতে কী বোঝায়?
  • মানুষের স্বভাবসমূহের সমন্বিত রূপ কী?
  • আখলাক কয় প্রকার?
  • ‘আখলাকে হামীদাহ্’ অর্থ কী?
  • সমাজে প্রশংসনীয় ও সমাদৃত এবং আল্লাহ তায়ালাও তাঁর রাসুলের (স.) নিকট প্রিয় চরিত্রকে কী বলে?
  • মানব চরিত্রের কোন গুণগুলো আখলাকে হামিদা?
  • সত্যবাদিতা কিসের অন্তর্ভুক্ত?
  • আখলাকে যামীমাহ অর্থ কোনটি?
  • সহজ সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে কী বলে?
  • আখলাকে হামীদাহ কী?
  • কোনটি মৌলিক মানবীয় গুণ?
  • জীবনের শ্রেষ্ঠ সম্পদ ও মৌলিক মানবীয় গুণ কোনটি?
  • মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ কী?
  • দুনিয়ার জীবনের যাবতীয় সুখ-শান্তি ও নিরাপত্তা কিসের ওপর নির্ভর করে?
  • মানুষের পরকালীন সুখ-শান্তি ও মুক্তি কিসের ওপর নির্ভরশীল?
  • সমাজের চোখে ও আল্লাহর নিকট কে প্রিয়?
  • “আল্লাহ তায়ালার নিকট সেই লোকসকলই অধিক প্রিয় যারা সচ্চরিত্রবান।” – উক্তিটি কার?
  • “আল্লাহ তায়ালার নিকট সেই লোকসকলই অধিক প্রিয় যারা সচ্চরিত্রবান।” কোন গ্রন্থ হতে চয়ন করা হয়েছে?
  • নবি-রাসুলগণের অন্যতম দায়িত্ব কী?
  • সর্বোত্তম চরিত্রের অধিকারী কে?
  • “আমি উত্তম চারিত্রিক গুণাবলিকে পূর্ণতা দানের জন্যই প্রেরিত হয়েছি।” কোন গ্রন্থ থেকে উদ্ধৃত?
  • মুমিনগণের মধ্যে পূর্ণ ইমানের অধিকারী কে?
  • “মুমিনগণের মধ্যে সেই পূর্ণ ইমানের অধিকারী, যে তাদের মধ্যে চরিত্রের বিচারে সবচেয়ে উত্তম।” – কার বাণী?
  • “মুমিনগণের মধ্যে সেই পূর্ণ ইমানের অধিকারী, যে তাদের মধ্যে চরিত্রের বিচারে সবচেয়ে উত্তম।” কোন গ্রন্থে রয়েছে?
  • “সুন্দর চরিত্রই পুণ্য” – কার বাণী?
  • কিয়ামতের দিন কোন জিনিস মুমিনের পাল্লা বেশি ভারি করবে?
  • “নিশ্চয়ই মিযানের পাল্লায় সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছুই থাকবে না।” কথাটি কার?
  • কিয়ামতের দিন মুমিনের পাল্লায় কোন জিনিসটি সবচেয়ে বেশি ভারী হবে?
  • ‘তাকওয়া’ শব্দের অর্থ কী?
  • তাকওয়ার অর্থ কোনটি?
  • ‘তাকওয়া’ শব্দের আভিধানিক অর্থ কী?
  • আল্লাহর ভয়ে সবরকম অন্যায়-অনাচার, পাপাচার বর্জন করে কুরআন ও সুন্নাহর নির্দেশমতো জীবনযাপন করাকে কী বলা হয়?
  • আল্লাহর নিকট বেশি সম্মানিত কে?
  • মানুষের চরিত্র গঠনে তাকওয়ার গুরুত-
  • কে সর্বদা আল্লাহর উপস্থিতি অনুভব করে?
  • সৎকর্মশীল জীবনযাপনের মূলকথা কী?
  • কোন ব্যক্তি নিষ্ঠাবান সৎকর্মশীল হতে পারে না?
  • আল্লাহর কাছে কিসের মূল্য সর্বাধিক?
  • Download our App Bissoy