এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা ৩য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • মানুষ সৃষ্টির উদ্দেশ্য কী?
  • দৈনন্দিন জীবনে আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলাকে কী বলে?
  • আল্লাহ তায়ালা মানুষ ও জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন?
  • ইবাদতের মূল লক্ষ্য কী?
  • কেমন ইবাদত আল্লাহ কবুল করবেন?
  • “তারাতো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্য ও বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করবে।” – আয়াতটি কোন সূরার?
  • আল্লাহর নির্দেশিত পথে মুসলমানদের সকল কার্যই কিসের শামিল?
  • আল্লাহ ও তাঁর রাসুল (স.) কর্তৃক নির্দেশিত পথের সমস্ত কাজই কী হিসেবে গণ্য হবে?
  • আমরা কীভাবে ইবাদত করব সে পথ কে শিখিয়ে দিয়েছেন?
  • কারা আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করবে?
  • মানবজাতি কার প্রতিনিধি?
  • কী করতে পারলে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভে সক্ষম হব?
  • এ পৃথিবীর দায়-দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করা কী?
  • আল্লাহর নির্দেশিত পথে ব্যবসায় বাণিজ্য করা কী?
  • ইবাদত প্র মত কত প্রকার?
  • ‘হাক্কুল্লাহ’ অর্থ কী?
  • সাওম কোন ধরনের ইবাদত?
  • মৃত্যু কার হাতে?
  • উপাসনার একমাত্র উপযুক্ত কে?
  • ‘হাক্কুল ইবাদ’ অর্থ কী?
  • পরস্পরের সাহায্য সহানুভূতিকে কী বলা হয়?
  • ‘সালাত’ শব্দের অর্থ কী?
  • আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের সর্বোত্তম পন্থা কোনটি?
  • সর্বোত্তম ইবাদত কোনটি?
  • ইসলামের মূল বিষয় কয়টি?
  • ইসলাম কয়টি রুকনের ওপর প্রতিষ্ঠিত?
  • কালিমার পরেই কিসের স্থান?
  • ইসলামের প্র ম রুকন কোনটি?
  • ‘ইকামাতুস সালাত’ শব্দের অর্থ কী?
  • ‘সালাত কায়েম কর’ – কোন সূরার আয়াত?
  • মনোযোগ দিয়ে নামায আদায় করলে অন্তরে কী তৈরি হবে?
  • ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী হলো-
  • “তোমরা রুকুকারীদের সাথে রুকু কর” – এটা কার বাণী?
  • “তোমরা রুকূকারীদের সাথে রুকূ কর” -এটি কোন সূরার আয়াত?
  • সালাত মানুষকে কী ধরনের কাজ থেকে বিরত রাখে?
  • সালাত মানুষের কী উপকার করে?
  • কোন ইবাদত মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে?
  • “যে ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করে কিয়ামতের দিন ঐ সালাত তার জন্য নুর হয়ে দাঁড়াবে” – কে বলেছেন?
  • কোন সালাত কিয়ামতের দিন আদায়কারীর জন্য নুর হয়ে দাঁড়াবে?
  • ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী ইবাদত-
  • Download our App Bissoy