এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ইসলাম কোন ধরনের জীবনব্যবস্থা?
  • ইসলামের বিধিবিধান কেমন?
  • শরিয়ত কোন ভাষার শব্দ?
  • শরিয়ত অর্থ কী?
  • শাশ্বত জীবনব্যবস্থা বলতে কী বোঝায়?
  • ইসলামের বিধায়ক কে?
  • ইসলামের শেষ প্রচারক কে?
  • “আমি আপনাকে শরিয়তের ওপর প্রতিষ্ঠিত করেছি।” কোন সূরায় বলা হয়েছে?
  • আল্লাহ কোন সূরায় শরিয়তের পূর্ণতার ঘোষণা প্রদান করেছেন?
  • “আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামি জীবনব্যবস্থাকে মনোনীত করলাম।” – আয়াতটি কোন সূরার অন্তর্গত?
  • শরিয়তকে না মানা কাকে না মানার নামান্তর?
  • কিসের বিধিবিধান অবিভাজ্য?
  • শরিয়তের প্রতিটি হুকুম সামগ্রিকভাবে পালন করা কী?
  • শরিয়তের কোন বিধানের বিরোধিতা বা লঙ্ঘন করা একই সঙ্গে কয়টি মারাত্মক পরিণতির কারণ?
  • ইসলামি শরিয়তের উৎস কয়টি?
  • শরিয়তের প্রথম ও প্রধান উৎস কী?
  • শরিয়তের মূল উৎস কোনটি?
  • ইসলামি শরিয়তের অকাট্য দলিল কোনটি?
  • শরিয়তের মূল কাঠামো দণ্ডায়মান কিসের ওপর?
  • “আমি আপনার ওপর কিতাব নাযিল করেছি, যা প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ।” – এটি কোন সূরার অন্তর্গত?
  • মানবজাতির জীবন পরিচালনার কী রয়েছে কুরআন মজিদে?
  • কুরআন মজিদের ভাষা কেমন?
  • লাওহে মাহফুজ থেকে প্রথমে কুরআন কোথায় নাযিল করা হয়?
  • কোন আসমানি কিতাব খণ্ডখণ্ডভাবে নাযিল হয়েছে?
  • কোন আসমানি কিতাব নাযিল প্রক্রিয়া অন্যান্য কিতাবের চেয়ে ব্যতিক্রম?
  • সম্পূর্ণ কুরআন নাযিল হতে কত বছর সময় লেগেছিল?
  • মহানবি (স.) কোথায় ধ্যানমগড়ব থাকাকালীন জিবরাইল (আ.) তাঁর নিকট ওহি নিয়ে আসেন?
  • কুরআন মজিদের অবতরণ সম্পন্ন হয়েছে কয় বছরে?
  • “এ ব্যক্তির ওপর সমস্ত কুরআন একযোগে নাযিল হলো না কেন?” – এটি কাদের উক্তি?
  • “আর এ কুরআনকে অল্প অল্প করে নাযিল করেছি, যেন আপনি তা ক্রমে ক্রমে লোকদের শোনান, আর তা যথাযথভাবে নাযিল করেছি।” – এটি কোন সূরার আয়াত?
  • কুরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন?
  • “আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক।” এটি কার উক্তি?
  • “তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি দ্রুত ওহি আবৃত্তি করবেন না। এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।” – এ আয়াত কোন সূরার?
  • হিজরতের পূর্বে মহানবি (স.) মুসআব ইবন উমাইর (রা.) এবং আবদুল্লাহ ইবন উম্মে মাকতুম (রা.)-কে কুরআন শিক্ষা দেওয়ার জন্য কোথায় প্রেরণ করেছিলেন?
  • প্রধান ওহি লেখক কে?
  • কার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পূর্ণ কুরআন লিপিবদ্ধ হয়?
  • কোন খলিফার যুগে ইয়ামামা’র যুদ্ধ সংঘটিত হয়?
  • হিজরি কত সালে ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়?
  • কোন যুদ্ধে বহুসংখ্যক কুরআনের হাফিয শাহাদাত বরণ করেন?
  • ইয়ামামার যুদ্ধে কত জন হাফিযে কুরআন শহিদ হয়েছিলেন?
  • Download our App Bissoy