এসএসসি হিসাব বিজ্ঞান ৮ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • নগদান বইয়ের নগদ কলামের ক্রেডিট উদ্বৃত্ত ২০০ টাকা থাকলে আমরা মনে করব-
  • নগদান বইয়ের ডেবিট দিকে কী লেখা হয়?
  • কোনো কোনো প্রতিষ্ঠানে নগদান বইকে কী বলে?
  • নগদান বইতে লিপিবদ্ধ হবে-
  • নগদান বইতে লিপিবদ্ধ করা হয়-
  • নগদান বই কোনটি কখনও দেখাতে পারে না?
  • ব্যবসায়ের আয়তন ও নিরাপত্তা বিবেচনা করে নগদ অর্থের আদানপ্রদানের সহায়ক ভূমিকা পালন করে-
  • একটি নির্দিষ্ট দিনে ব্যবসায়ে নগদ টাকা কত আছে তা কী দেখে জানা যায়?
  • নগদান বই হলো-
  • নগদান বই সবসময়-
  • যে বইতে সর্বপ্রকার নগদ আদান-প্রদান, প্রাপ্তিপরিশাধসংক্রান্ত লেনদেন তারিখের ক্রমানুসারে ব্যাখ্যাসহ প্রাথমিকভাবে লিপিবদ্ধ করে সময়ের শেষ ব্যালেন্স বের করা হয় তাকে বলা হয়-
  • নগদান বই-
  • জনাব রফিকের স্টোরে সর্বাধিক কোন লেনদেন সংঘটিত হয়?
  • জনাব রফিক তার স্টোরের নগদ তহবিলের পরিমাণ কতদিন পর জানতে পারেন?
  • জনাব রফিক কীভাবে বুঝতে পারলেন তার কর্মচারী চুরি করেছে?
  • নগদান বই অসম্পূর্ণ অবস্থায় রাখা যায় না, কারণ-
  • নগদান বই জাবেদা না খতিয়ান-
  • নগদান বই খতিয়ান হওয়ার কারণ-
  • একজন হিসাবরক্ষক প্রতিদিনের নগদ লেনদেন নগদান বইয়ের মাধ্যমে সংরক্ষণ করেন। ভুলত্রুটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তার করণীয় হলো-
  • ব্যালেন্স নির্ণয় করে নগদ তহবিল মিলিয়ে দেখা ক্যাশিয়ারের অপরিহার্য-
  • নগদান বইয়ের ব্যালেন্সের সাথে হাতে নগদ তহবিল মেলানোর ফলে-
  • যদি হিসাবরক্ষক ও ক্যাশ বাক্স আলাদা হয় তাহলে নগদান হিসাবের মাধ্যমে হিসাবরক্ষক ও ক্যাশিয়ারের মাধ্যমে
  • নগদ অর্থের যথাযথ ব্যবস্থাপনা ব্যতীত ব্যবসায়েরব্যাহত হয়
  • নগদান বই জাবেদা ও খতিয়ানের সুবিধা ভোগ করে। ফলে-
  • নগদান বই তৈরি করার প্রধান কারণ কী?
  • প্রতিষ্ঠানের জন্যে স্থায়ী সম্পদ ক্রয় ও নিয়মিত খরচ পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে কিনা তা কিসের মাধ্যমে জানতে পারবে?
  • জাবেদা ও খতিয়ান উভয়ের কাজ সম্পাদন করে-
  • জাবেদার ছকে এবং নগদান বইয়ে ছকে লেখার মধ্য দিয়ে উভয়ের কোন অন্তমিলটি ফুটে ওঠে?
  • নগদান বই বিভিন্ন ধরনের হয় কেন?
  • নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয়-
  • একঘরা নগদান বইতে লিপিবদ্ধ হবে-
  • একঘরা নগদান বই সর্বদা প্রকাশ করে-
  • জনাব রহমান ১০,০০০ টাকার পণ্য বিক্রয় করে চেক পেলেন তা গণ্য হবে-
  • কন্ট্রা এন্ট্রি ক্ষেত্রে লেখা হয়-
  • কন্ট্রা এন্ট্রি হবে-
  • কোন বাট্টা তিনঘরা নগদান বইতে লিপিবদ্ধ হয়?
  • নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে-
  • নগদান বইতে ক্রেডিট ব্যালেন্স হতে পারে না কেন?
  • একঘরা নগদান বই প্রস্তুত করেন যারা-
  • যে নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয়দিকে মাত্র একটি করে টাকার পরিমাণের ঘর থাকে, তাকে কী বলা হয়?
  • Download our App Bissoy