এসএসসি হিসাব বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • জাবেদা আসলে কী?
  • দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
  • জাবেদাকে কোন ধরনের বই বলা যায়?
  • জাবেদা বহিকে অভিহিত করা হয়-
  • জাবেদাকে বলা হয়-
  • হিসাব সংরক্ষণে লেনদেনসমূহ সংরক্ষিত হয়-
  • লেনদেনগুলো প্রমে লেখা হয়-
  • জাবেদা ছকের বিবরণ শব্দটির পরিবর্তে আর কী লেখা যায়?
  • জাবেদার বিকল্প নাম কী?
  • কোনটিতে লেনদেনগুলো প্রথম লেখা হয়?
  • জার্নাল শব্দের ‘জার’ শব্দটি কোথা থেকে উৎপন্ন হয়েছে?
  • লেনদেন সংঘটিত হবার পর কোথায় লেখা হয়?
  • জাবেদাভুক্তিকালে প্রধান কাজ হলো-
  • কোন বইয়ের মাধ্যমে প্রতিটি লেনদেনের উৎপত্তির কারণ জানা যায়?
  • লেনদেনের সংখ্যা, মোট অর্থের পরিমাণ এবং লেনদেন সংঘটিত হওয়ার কারণ জানা যায়-
  • জাবেদা থেকে জানা যায়-
  • জাবেদায় দাখিলা প্রণয়ন করা হয় কখন?
  • লেনদেনের সপক্ষে প্রমাণপত্র বা উৎস দলিল পাওয়ার সাথে সাথে হিসাবরক্ষকের কী করা উচিত?
  • জাবেদার সুবিধা হলো-
  • লেনদেনের বিস্তৃত, পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য কেন্দ্র কোনটি?
  • জাবেদার ছকে মোট ঘরের সংখ্যা-
  • ভবিষ্যতে লেনদেন সম্পর্কিত যেকোনো তথ্য পাওয়া যায়-
  • জাবেদার প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা জাবেদার সাহায্যে-
  • প্রতিষ্ঠানের হিসাব কেমন হওয়া উচিত?
  • কোনটি হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য অর্জনে সহায়তা করে?
  • দেনাদারের মধ্যে আদায়যোগ্য নয় তার জন্য ক্রেডিট হবে-
  • স্বীকৃত বিল পরিশোধ করা হলো এক্ষেত্রে কোন বিল হিসাবভুক্ত হবে?
  • ক্যাশ বাক্স হতে হারিয়ে গেল এক্ষেত্রে ডেবিট হবে-
  • ধারে বিক্রয়কৃত পণ্য খরিদ্দারগণ কোনো কারণে ফেরত পাঠালে যে বইতে লিপিবদ্ধ করা হয় তার নাম কী?
  • কোন বইকে অন্তর্মুখী ফেরত জাবেদা বলা হয়?
  • আমানপুর বিতানের কাছ থেকে নিম্নমানের কারণে ৪০ টাকা দরে ২০০ গজ কাপড় পাওয়া গেল। কারবারি বাট্টা ১০%। বিক্রয় ফেরতের পরিমাণ কত হবে?
  • ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়-
  • বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল-
  • জাবেদা থেকে সহজ হয়-
  • ধারে ক্রয় করা পণ্য ফেরত দেয়া হলে-
  • যে সকল লেনদেন অন্য কোনো জাবেদা বা সহকারী বই-এ লিপিবদ্ধ করা যায় না সেগুলোকে কোন জাবেদায় লিখতে হয়?
  • ক্রয় জাবেদা থেকে জানা যায়-
  • ধারে মাল বিক্রয়সংক্রান্ত সমুদয় লেনদেন কোন বইতে লেখা হয়?
  • ক্রয় জাবেদায় সাধারণত কয়টি ঘর বা কলাম থাকে?
  • ক্রয় জাবেদার তৃতীয় ঘরে কোনটি থাকে?
  • Download our App Bissoy