এসএসসি হিসাব বিজ্ঞান ৩য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট এ উভয়দিক লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
  • দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবটিকে বলা হয়-
  • দুতরফা দাখিলা পদ্ধতি একটি-
  • দুতরফা দাখিলায় সুবিধা প্রদানকারী হিসাবটিকে বলা হয়-
  • কোনটি হিসাব সমীকরণকে প্রভাবিত করে?
  • হিসাববিজ্ঞানের সাথে দুতরফা দাখিলা পদ্ধতির সম্পর্ক কীরূপ?
  • লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব এবং নিখুঁত ফলাফল পেতে হলে কোন পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন?
  • দুতরফা দাখিলা পদ্ধতিতে কয়টি হিসাবখাত দ্বারা লেনদেন প্রভাবিত হয়?
  • দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। কারণ-
  • দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি-
  • হিসাবরক্ষণের ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতি একটি
  • ৬৮২ টাকা এবং স্বত্বাধিকার ছিল ৪১৮ টাকা। উক্ত বছরে সম্পত্তি বেড়েছে ৩৭ টাকা এবং দায় কমেছে ১৯ টাকা। বছর শেষে স্বত্বাধিকারীর পরিমাণ-
  • দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি হলো এতে-
  • একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৬০,০০০ টাকা। দায় মোট সম্পত্তির ১/৪ অংশ। কারবারের স্বত্বাধিকারীর পরিমাণ কত?
  • দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হলো-
  • প্রতিটি লেনদেনের ডেবিট পক্ষ ও ক্রেডিট পক্ষের টাকার পরিমাণ সর্বদা-
  • দুতরফা দাখিলা পদ্ধতিতে মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকার সমান হবে। এটি হিসাববিজ্ঞানের-
  • দুতরফা দাখিলা পদ্ধতিতে-
  • দুতরফা দাখিলায় মোট ক্রেডিট টাকা-
  • সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট এবং সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট হয়, এটা দুতরফা দাখিলা পদ্ধতির-
  • দুতরফা দাখিলায় মোট ডেবিট টাকা-
  • প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?
  • পণ্য ক্রয়ের ফলে হিসাব সমীকরণের-
  • দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি?
  • সঠিক কর নির্ধারণ দুতরফা দাখিলা পদ্ধতির একটি
  • ব্যবসায়ের সঠিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্যে কোন পদ্ধতিটি আদর্শস্বরূপ?
  • কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতি সর্বাধিক জনপ্রিয়?
  • দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে কোনটি সহজেই প্রতিরোধ করা সম্ভব?
  • কোন পদ্ধতিতে হিসাব রাখলে রেওয়ামিলের দ্বারা গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করা যায়?
  • প্রতিটি লেনদেনের সমপরিমাণ ডেবিট ও ক্রেডিট লিখলে লেনদেনের কোনটি জানা যায়?
  • দেনাপাওনা জানা দুতরফা দাখিলা পদ্ধতির একটি
  • দুতরফা দাখিলা পদ্ধতির অন্যতম সুবিধা কোনটি?
  • গাণিতিক নির্ভুলতা দুতরফা দাখিলা পদ্ধতির একটি –
  • দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে-
  • ব্যবসায়ী যেকোনো সময় তার ব্যবসায়ের আর্থিক অবস্থা কীভাবে জানতে পারে?
  • লাভ-লোকসান নিরূপণ দু’তরফা দাখিলা পদ্ধতির
  • ইসমতের নিকট কত টাকা পাওনা রয়েছে?
  • বাকিতে ব্যবসা করলে এর প্রভাব হয়
  • Download our App Bissoy