এসএসসি হিসাব বিজ্ঞান ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • লেনদেন হিসাববিজ্ঞানের
  • লেনদেনের উৎপত্তি কোনটি থেকে?
  • হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় কোনটি?
  • হিসাবরক্ষণের নিয়মকানুন জানার পূর্বে কোনটি জানা অপরিহার্য?
  • যা কিছু মানুষের জীবনে ঘটে, তাকেই
  • দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম বিনিময়ের ফলে কী সৃষ্টি হয়?
  • কোনটি অনগদ লেনদেন বলে বিবেচনা করা হয়?
  • কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় পরিবর্তন ঘটায় এরূপ যেকোনো ঘটনাকে কী বলে?
  • ‘Give and take’ শব্দের অর্থ কী?
  • হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রধান উপাদান কোনটি?
  • লেনদেন শব্দটির অভিধানগত অর্থ কোনটি?
  • লেনদেন শব্দটির আভিধানিক অর্থ হলো-
  • ডিসেম্বর মাসে মোট অদৃশ্য লেনদেনের পরিমাণ কত হবে?
  • লেনদেনসংক্রান্ত ঘটনা-
  • অদৃশ্য আর্থিক ঘটনাগুলো কী হবে?
  • দ্বৈতসত্তা লেনদেনের একটি
  • যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে কী বলে?
  • লেনদেনের বৈশিষ্ট্য কয়টি?
  • ঘটনা ও লেনদেন সম্পর্কে যে বিবরণটি সত্য নয়
  • ঘটনা ও লেনদেন
  • কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলোর প্রত্যেকটি-
  • কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়?
  • জনাব রফিকের ক্যাশ বাক্স থেকে ৫০০ টাকার দুটি নোট চুরি হয়েছে। এটি একটি ব্যবসায়িক লেনদেন। কেননা
  • লেনদেন সর্বদা পরিবর্তন আনে –
  • লেনদেনের পক্ষ দুটি হলো –
  • লেনদেনের দ্বৈতসত্তা কীভাবে বিশ্লেষণ করা যায়?
  • “দুটি পক্ষ ব্যতীত লেনদেন হয় না।” লেনদেনের এই বৈশিষ্ট্যকে কী বলে?
  • রকিব খরিদ্দারের নিকট ১,০০০ টাকার পণ্য বিক্রয় করে তিন দিন পরে ২০০ টাকা পায়-
  • অবচয় একটি কারবারি লেনদেন, কেননা-
  • কোনটি ব্যবসায়িক লেনদেন?
  • ধারে পণ্য ক্রয় করা হলে হিসাব সমীকরণের কোন কোন উপাদান প্রভাবিত হয়?
  • কোনটি ব্যবসায়ের জন্য শুধুমাত্র একটি ঘটনা?
  • ব্যবসায় প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল একটি –
  • করিম রহিমকে একটি কলম উপহার দিল। এটি
  • কোনটি কারবারি লেনদেন নয়?
  • ক্রয় ব্যবস্থাপককে ৩,০০,০০০ টাকার পণ্য ক্রয়ের নির্দেশ দেওয়া হলো- এটি কোন ধরনের লেনদেন?
  • নগদে মাল ক্রয় করা হলো ১০,০০০ টাকা। উক্ত লেনদেনের ফলে-
  • বাকিতে পণ্য ক্রয় হলো-
  • মালিকের ছেলের স্কুলের বেতন নিজ তহবিল হতে প্রদান করলে সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন হয় না?
  • মি. করিমের ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলে তাদের বেতনের ৫% প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হলো, এটি ব্যবসায়িক লেনদেন নয়, কেননা-
  • Download our App Bissoy