এসএসসি হিসাব বিজ্ঞান ১ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল যে শাস্ত্র শিক্ষা দেয় তাকে বলে
  • আর্থিক ঘটনাসমূহের প্রভাব ও ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করে কোনটি?
  • ব্যবসায়ের ভাষা বলা হয় কাকে?
  • হিসাববিজ্ঞানের প্রস্তুতকৃত বিরবণী ও প্রতিবেদনকে কী বলা হয়?
  • হিসাববিজ্ঞান
  • হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
  • অর্থের আদান-প্রদান সঠিকভাবে লিপিবদ্ধ করা কিসের উদ্দেশ্য?
  • ডা. রাকিব হাসানের ক্লিনিকের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করলে সহায়ক হবে
  • হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলার কারণ হলো
  • প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট পক্ষকে জানাতে সাহায্য করে কোনটি?
  • কোনো প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্য সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং আর্থিক ফলাফল জানা যায় কিসের মাধ্যমে?
  • হিসাবরক্ষণের মূল কারণ হলো
  • হিসাববিজ্ঞানের মাধ্যমে সম্ভব হয়
  • লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হিসাববিজ্ঞানের কোন ধরনের উদ্দেশ্য?
  • হিসাববিজ্ঞানের সর্বপ্রম উদ্দেশ্য কোনটি?
  • প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণে কোনটি সর্বাধিক প্রয়োজন?
  • কিসে ব্যবসায় প্রতিষ্ঠানের কাক্সিক্ষত ফলাফল অর্জন সম্ভব?
  • সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ
  • হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো
  • হিসাববিজ্ঞানের সর্বপ্রম উদ্দেশ্য হচ্ছে
  • ব্যবসায়ের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা কীভাবে জানা যায়?
  • সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবনগঠনের জন্য কোনটি প্রয়োজন?
  • আর্থিক তথ্যাবলি প্রতিষ্ঠানকে কোন ধরনের সহায়তা করে?
  • কী নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব?
  • ব্যয় নিয়ন্ত্রণ হিসাববিজ্ঞানের একটি
  • মি. আরিফের মাসিক আয় ১২,০০০ টাকা। তার বাসা ভাড়া ৩,০০০ টাকা, পারিবারিক খরচ ৫,০০০ টাকা এবং অন্যান্য ব্যয় ১,০০০ টাকা হলে সঞ্চয় কত?
  • সঠিকভাবে লেনদেন লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের
  • ফলাফল নির্ণয়
  • হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্যটি হল:
  • আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাববিজ্ঞানের কোন ধরনের উদ্দেশ্য?
  • আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাববিজ্ঞানের একটি
  • কোনটি হিসাববিজ্ঞানের উদ্দেশ্য নয়?
  • ব্যবসায়ের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা লাভের উপায়
  • ব্যবসায়ের গতিপ্রকৃতি বোঝা যায় কোনটি নির্ণয়ের ফলে?
  • ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব রাখার উদ্দেশ্য কোনটি?
  • পেশাজীবীদের আয় নিরূপণ ও তদানুযায়ী আয়কর নির্ধারণে কোনটি প্রয়োজন?
  • চাকরিজীবীদের কর নির্ধারণ হয় কিসের ভিত্তিতে?
  • জনাব রহিম একজন ডাক্তার। তিনি সঠিকভাবে হিসাব রাখেন। কারণ তাঁর প্রয়োজন-
  • প্রতিষ্ঠানের আয়কর নির্ধারণের জন্য কোনটি প্রয়োজন?
  • জনাব হামিদ মাসিক ১০,০০০ টাকা আয় করেন এবং পুরোটাই মাসিক খরচের জন্য ব্যয় করেন। তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় করতে চান। সেক্ষেত্রে তার দরকার
  • Download our App Bissoy