এসএসসি ফিন্যান্স ব্যাংকিং ৮ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • মানব সভ্যতার বিবর্তনে কেন দ্রব্যাদি একে অপরের সাথে বিনিময়ের প্রয়োজন হয়?
  • কাগজি মুদ্রা প্রচলনের কারণ?
  • তখনকার দিনে দ্রব্যের বিনিময়ে দ্রব্য মূলত-
  • কিসের মাধ্যমে পণ্য বিনিময়ের অসুবিধাসমূহ দূর করা হয়?
  • কোনটিকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়??
  • কোন প্রাচীন ভাষা থেকে ব্যাংক শব্দের উৎপত্তি?
  • কখন মানুষের মধ্যে সামাজিক বন্ধনের পরিধি প্রসার লাভ করতে থাকে?
  • কখন থেকে মানুষের প্রয়োজন, কর্মকাণ্ড এবং সামাজিক বন্ধনের পরিধি প্রসার লাভ করে?
  • দ্রব্য বিনিময় প্রথা কী?
  • মারুফ ৩ কেজি চালের বিনিময়ে আরিফের নিকট থেকে রুই মাছ ক্রয় করল। এটা কোন ধরনের ব্যবসায়িক প্রথা?
  • দ্রব্য বিনিময় প্রথার সমস্যা কোনটি?
  • দ্রব্য বিনিময়ের জন্য কিসের প্রয়োজনীয়তা অনুভূত হয়?
  • অর্থের কোন কাজের মাধ্যমে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সহজসাধ্য হয়েছে?
  • পূর্বে বিনিময় মাধ্যমে মুদ্রা হিসেবে কী ব্যবহার হত?
  • বর্তমানে কোন ধরনের মুদ্রার সীমিত প্রচলন রয়েছে?
  • বিনিময় প্রথা ও ধাতব মুদ্রাকে পেছনে ফেলে কাগজি মুদ্রার প্রসার লাভ করেছে। এর যৌক্তিক কারণ কোনটি?
  • জনাব মনির সাহেব দোকান থেকে দ্রব্যসামগ্রী কেনার পর দোকানদারকে যে মুদ্রা দিলেন তা সহজলভ্য, সহজে বহনযোগ্য ও নিরাপদ। জনাব মনির সাহেব দোকানদারকে কোন ধরনের মুদ্রা দেন?
  • মানব সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে সাথে প্রসার লাভ করতে থাকে মানুষের
  • মুদ্রা ব্যবহার করা হয়-
  • বিনিময় মাধ্যম হিসেবে বিভিন্ন সময়ে মুদ্রা হিসাবে ব্যবহার লক্ষ করা যায়-
  • ধাতব মুদ্রার ব্যবহার বেশি দিন স্থায়িত্ব লাভ করতে না পারার যৌক্তিক কারণ হচ্ছে
  • কাগজি মুদ্রা ব্যাপক প্রসার লাভ করেছে
  • আব্দুস সাত্তার সাহেব ও পলাশ কোন ধরনের বিনিময় পদ্ধতি ব্যবহার করতেন?
  • উক্ত বিনিময়ের ক্ষেত্রে-
  • মুদ্রা কী?
  • মুদ্রা বিনিময় মাধ্যম হিসেবে সবার কাছে-
  • কোনটি মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে?
  • মুদ্রার প্রধান কাজ কোনটি?
  • রাহা ৫০০ টাকা দিয়ে ‘ব্যাংকিং ও বিমা’ নামে একটি বই ক্রয় করল। এক্ষেত্রে টাকা কী হিসেবে কাজ করেছে?
  • লিমা প্রতি মাসে যে বেতন পান তা থেকে ২,০০০ টাকা ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা রাখেন? এক্ষেত্রে ব্যাংক কী হিসেবে কাজ করছে?
  • জনাব রফিক তার বাড়ি মেরামত করার জন্য একজন শ্রমিক নিয়োগ করলেন। শ্রমিকের দৈনিক মজুরি ১৫০ টাকা নির্ধারণ করলেন। এক্ষেত্রে শ্রমিকের নির্ধারিত মজুরি মুদ্রার কোন কাজকে নির্দেশ করছে?
  • কেন খুব সহজেই আমরা টাকার মান নির্ধারণ করতে পারি?
  • কোনটির মাধ্যমে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সহজসাধ্য হয়?
  • মি. মৃনাল একজন বেতনভুক্ত কর্মচারী। প্রতি মাসে তিনি তার সাংসারিক খরচের জন্য বেতনের বেশি অংশ ব্যয় করে বাকি অংশ ব্যাংকে জমা রাখে। এক্ষেত্রে অর্থের কার্যক্রম সংঘটিত হয়-
  • মুদ্রা প্রচলনের পরপরই কোনটির প্রয়োজনীয়তা দেখা দেয়?
  • ব্যাংক ব্যবস্থার প্রচলনে প্রথমত কোন বিষয়টি মুখ্য ভূমিকা রেখেছে?
  • মুদ্রা কোন ব্যবসায়ের প্রধান উপাদান?
  • ব্যাংকের প্রধান কাজ কোনটি?
  • মানুষের কাছে থাকা প্রয়োজনের অতিরিক্ত অর্থ তার সঞ্চয় হিসেবে সংগ্রহের মাধ্যমে ব্যাংক তার আমানতের সৃষ্টি করে। যার বিনিময়ে আমানতকারী কী পায়?
  • ব্যাংক কীভাবে ঋণ প্রদান করে?
  • Download our App Bissoy