এসএসসি ফিন্যান্স ব্যাংকিং ৬ষ্ঠ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায়ে কী বলা হয়?
  • ঋণ মূলধন ব্যয়ের পরোক্ষ সুবিধা কোনটি?
  • মূলধন মিশ্রণ নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়-
  • নান্নু মিয়া ১২% সুদে ২ লক্ষ টাকা ঋণ নিয়ে ফার্মেসী ব্যবসায় শুরু করে। কর হার ১২% হলে তার কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ কত?
  • শবনম লিঃ প্রতিটি ৫,০০০ টাকা মূল্যের ৯% অগ্রাধিকার শেয়ার ১০% কম মূল্যে বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। শবনম লিঃ-এর মূলধন ব্যয় কত?
  • বর্তমানে টুটুলের ব্যবসায়ের ঋণ মূলধন কত?
  • মূলধন কাঠামো পরিবর্তনে জনাব টুটুল বিবেচনা করেছেন-
  • প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্তে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
  • X কোম্পানির ১০০ টাকা লিখিত মূল্যের শেয়ারের বাজারমূল্য ১৫০ টাকা। শেয়ারের প্রত্যাশিত লভ্যাংশ ১৫% হলে মুলধন ব্যয় কত?
  • মূলধন ব্যয় কী?
  • বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে কী বলে?
  • তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত আয় প্রতিষ্ঠানের নিকট কী হিসেবে বিবেচিত?
  • ব্যবসায়ে প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয় হিসেবে গণ্য হয় কোনটি?
  • প্রতিটি তহবিলের উৎসের মূলধন ব্যয় পৃথকভাবে নির্ণয়ের প্রয়োজন হয় কেন?
  • তহবিল সরবরাহকারীর নিকট যেটি আয়, তহবিল সংগ্রহকারীর নিকট সেটি কী হিসেবে বিবেচিত?
  • বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয় ব্যবসায় প্রতিষ্ঠানে কোনটি হিসেবে গণ্য হয়?
  • সাগর মোটর সাইকেল কেনার জন্য ১৫% হারে ঋণ নিল। এক্ষেত্রে তার মূলধন খরচ কত হবে?
  • কোন ধরনের প্রতিষ্ঠানসমূহ এক বা একাধিক উৎস থেকে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সংস্থান করে?
  • অর্থায়নের বিভিন্ন উৎসের জন্য প্রত্যাশিত আয়ের হারকে কী বলা হয়?
  • কোনো কোম্পানির মূলধন তহবিলের উৎস যদি দুটি হয়, তবে তার মূলধন খরচ কীভাবে নির্ণয় করতে হয়?
  • বড় প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় তহবিল একাধিক উৎস থেকে সংস্থান করে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মূলধন খরচ হিসেবে কীভাবে বিবেচিত হবে?
  • অর্থ সরবরাহকারীদের প্রত্যাশিত আয়ের ভিন্নতার কারণে কোনটির ভিন্নতা দেখা দেয়?
  • একটি কোম্পানির শেয়ার বিক্রি উৎসের মূলধন খরচ ১৮% এবং ব্যাংক ঋণ উৎসের মূলধন খরচ ১২% হলে, কোম্পানির গড় মূলধন খরচ কত?
  • আলম কোল্ড ড্রিংকস লিমিটেড এর শেয়ার মূলধন ১০ লক্ষ টাকা এবং শেয়ারমালিকরা তাদের বিনিয়োগ থেকে ২০% আয় প্রত্যাশা করে। কোম্পানিটির মূলধন ব্যয় কত?
  • কোনো কোম্পানির মূলধন খরচ যদি ২০% হয়, তবে প্রতিষ্ঠানটিকে তার বিনিয়োগ হতে ন্যুনতম আয় কত অর্জন করতে হবে?
  • বিভিন্ন উৎস হতে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের ওপর সর্বনিম্ন হারে আয় প্রয়োজন, সে হারকে কী বলা হয়?
  • বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করে থাকে-
  • মূলধন ব্যয় ধারণাটির সাথে জড়িত-
  • ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে মূলধনের সংস্থান করলে মূলধন ব্যয় নির্ণয় সহজ হয়। কারণ এক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন ব্যয় হবে-
  • ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের মুলধন ব্যয় নিরূপণ করে। কারণ
  • ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন ব্যয় নির্ণয় কেন প্রয়োজন?
  • মূলধন খরচ প্রয়োগের পরিধি কতটুকু?
  • ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন ব্যয় নির্ণয় করা প্রয়োজন কেন?
  • কাম্য ঋণনীতি বলতে কী বোঝায়?
  • ১৮% মূলধন ব্যয় সম্পন্ন কোনো কোম্পানি যদি ১০% আয় সম্পন্ন কোনো প্রকল্পে বিনিয়োগ করে, তাহলে উক্ত বিনিয়োগের পরিণাম কী?
  • তহবিলের খরচ অপেক্ষা কম লাভসম্পন্ন প্রকল্পে বিনিয়োগ করার ফলাফল কিরূপ?
  • সুমন ফার্মা ম্যাক ব্যাংক থেকে ১৬% সুদের হারে ৬০ লাখ টাকা ঋণ নিয়ে একটি কারখানা চালু করে। পরবর্তীতে দেখা গেল প্রতিষ্ঠানটি ১০% হারে আয় করতে পারছে। উদ্দীপকে উল্লিখিত সুমন ফার্মার মূলধন ব্যয় কত হবে?
  • মূলধনী ব্যয় অপেক্ষা বেশি লাভসম্পন্ন প্রকল্পে বিনিয়োগ করার ফলাফল কী হতে পারে?
  • কোথায় বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া আবশ্যক?
  • প্রতিটি প্রতিষ্ঠানে কোন ধরনের নীতি থাকে?
  • Download our App Bissoy