এসএসসি ফিন্যান্স ব্যাংকিং ৪র্থ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • অফিস খরচ, বিমা খরচ ইত্যাদি পরিশোধের অক্ষমতা থেকে কী সৃষ্টি হয়?
  • কোন ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে?
  • ঝুঁকির পরিমাপ করা হয়-
  • ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসায় প্রতিষ্ঠানকে কী অর্জনে বাধা দেয়?
  • প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের বিচ্যুতি থেকে কী সৃষ্টি হয়?
  • কোনটি থেকে ঝুঁকির সৃষ্টি হয়?
  • অনিশ্চয়তার কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল কিরূপ হয়?
  • ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে কী বলা হয়?
  • প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে কী বলে?
  • নাসা গ্রুপ আশা করেছিল ২০১৪ সালে ২০% নিট মুনাফা করবে। কিন্তু বছর শেষে দেখে প্রতিষ্ঠানটির প্রকৃত লাভ হলো ১৫%। এখানে ৫% বিচ্যুতিকে কী বলা যায়?
  • প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয় বেশি হলে কী সৃষ্টি হয়?
  • অপূর্ব চন্দ্র তার কারখানা থেকে ১৫% মুনাফা প্রত্যাশা করেছিলেন। কিন্তু বছর শেষে তিনি ২০% মুনাফা পেলেন। তার ঝুঁকির পরিমাণ কত?
  • একজন বিনিয়োগকারী তার বিনিয়োগ প্রকল্প থেকে ১০% মুনাফা প্রত্যাশা করেছিলেন কিন্তু বছর শেষে ১৫% মুনাফা পেলেন। অতিরিক্ত ৫% মুনাফা ঝুঁকি হিসেবে গণ্য হওয়ার যুক্তিযুক্ত কারণ কোনটি হতে পারে?
  • সাইফুল ইসলাম কাজল তার বিনিয়োগ থেকে গত তিন বছর যথাক্রমে ৫%, ৭% ও ১১% হারে মুনাফা পেয়েছেন। তার গড় মুনাফা কত?
  • মিনহাজ তার তিনটি বিনিয়োগ প্রকল্প থেকে যথাক্রমে ২৭%, ১৪% ও ২০% মুনাফা পেলেন। তার গড় মুনাফা কত?
  • নিলয়, নাহার গ্রুপের ৫০,০০,০০০ টাকা তিন বছর আগে বিনিয়োগ করেছিলেন। তিনি তিন বছরে যথাক্রমে ৫%, ১২% ও ১৭% করে মুনাফা পেয়েছেন। এখানে নিলয়ের বিনিয়োগের বৈশিষ্ট্য কোনটি?
  • আয়ের উত্থান-পতন কিসের ধারণা?
  • আয়ের উত্থান পতন বেশি হলে কোনটি ঘটে থাকে?
  • ঝুঁকির একটি অন্যতম ধারণা কোনটি হতে পারে?
  • আয়ের উত্থান-পতনের সাথে ঝুঁকির সম্পর্ক কিরূপ?
  • ঝুঁকি ও অনিশ্চিয়তা সম্পর্কে প্রযোজ্য হলো-
  • ব্যবসায় প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের মধ্যে থাকে-
  • ব্যবসায়িক ঝুঁকির উৎস হলো-
  • ● র, রর ও ররর
  • একজন বিনিয়োগকারীর বিনিয়োগের সময় চিন্তা করতে হয়-
  • একজন বিনিয়োগকারীর অনিশ্চয়তা হলো-
  • চাঁদনী কোম্পানি আশা করেছে আগামী বছর ২০% নিট মুনাফা লাভ করবে কিন্তু প্রকৃত লাভ হলো ১৫%। এখানে-
  • বিনিয়োগকারীর আয় সংশ্লিষ্ট ঝুঁকি বিদ্যমান থাকে যখন-
  • ব্যবসায় প্রতিষ্ঠান অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচতে পারে-
  • রাতুল বাবু তার ব্যবসায় প্রতিষ্ঠান হতে ২৫% মুনাফা আশা করছেন। প্রত্যাশিত মুনাফা অর্জনে তার করণীয় হলো-
  • আশরাফুল আশা করেছিলেন তার ব্যবসায় প্রতিষ্ঠান হতে মুনাফা বাবদ ২০% আয় উপার্জনে সক্ষম হবেন কিন্তু প্রকৃত আয় হলো ১৫%। এতে সৃষ্টি হয়েছে-
  • উদ্দীপকের প্রথম বিনিয়োগটি কী ধরনের?
  • দ্বিতীয় বিনিয়োগটিতে বেশি ঝুঁকি থাকার কারণ কী?
  • খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কাকে কী বলে?
  • অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে মূল পার্থক্য কোনটি?
  • ● অনিশ্চয়তা অপরিমাপযোগ্য কিন্তু ঝুঁকি পরিমাপযোগ্য
  • অনিশ্চয়তা থেকে ঝুঁকি সৃষ্টি হলেও অনিশ্চয়তা ও ঝুঁকি এক নয় কেন?
  • অনিশ্চয়তাকে কমানো বা পরিহার করা যায় না কেন?
  • বিভিন্ন কৌশল প্রয়োগ করে কোনটির পরিমাণ কমানো যায়?
  • বিভিন্ন কৌশল প্রয়োগ করে কী করা যায়?
  • Download our App Bissoy