এসএসসি ব্যবসায় উদ্যোগ ৭ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • সর্বশেষ জাতীয় ‘শিল্পনীতি’ ঘোষিত হয় কত সালে?
  • ক্ষুদ্রশিল্প বলতে নিম্নের কোনটিকে বোঝায়?
  • জনাব সাদিফ তার কাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখবে
  • ছাতক সিমেন্ট কারখানা কী ধরনের শিল্প?
  • কোথা হতে সিমেন্ট তৈরির পাথর আমাদের দেশে আসে?
  • শিল্পের সংজ্ঞার ক্ষেত্রে কোন উক্তিটি যুক্তিযুক্ত?
  • শিল্পের উৎপাদন সাধারণত কী ভিত্তিক হয়?
  • অর্থনীতিতে কোনটির ভূমিকা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে?
  • অর্থনৈতিক উন্নয়ন কোনটির প্রধান উদ্দেশ্য?
  • কত সালের শিল্পনীতি অনুযায়ী বাংলাদেশের শিল্পকে দুই ভাগে ভাগ করা যায়?
  • পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ বিষয় সকল প্রকার শিল্পকে কী বলে?
  • পণ্য উৎপাদন এবং পরবর্তী উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ কোন প্রকার শিল্প বলে তুমি মনে কর?
  • রূপগত উপযোগ সৃষ্টি করে কোনটি?
  • জনাব হান্নান একটি সিমেন্ট কারখানার মালিক। তার সিমেন্ট কারখানাটি কোন শিল্পের অন্তর্গত?
  • সুধীর দাস কামরাঙ্গীরচরে একটি চামড়া শিল্প প্রতিষ্ঠা করে। তার এ শিল্পটি কোন ধরনের?
  • উৎপাদনমুখী শিল্পের উদাহরণ কোনটি?
  • যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধাসম্পদ ব্যবহারের মাধ্যমে যে সেবামূলক কর্ম সম্পাদিত তাকে বলে?
  • লিয়াকত আলী নদী থেকে মৎস্য আহরণ করে স্থানীয় বাজারে বিক্রি করেন। তার এ কাজটি কোন শিল্পের অন্তর্গত?
  • আমান উল্লাহর অটোমোবাইল সার্ভিসিং-এর প্রতিষ্ঠান রয়েছে। তার প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প?
  • ফুল চাষ ও ফুল বাজারজাতকরণ কোন শিল্পের উদাহরণ?
  • বিপণন কোন শিল্পের উদাহরণ?
  • রাহেলা খাতুন নিজের গ্রামের বাড়িতে দুগ্ধ ও পোলট্রি উৎপাদন এবং বিপণনের ব্যবস্থা করে এখন বেশ স্বাবলম্বী। রাহেলা খাতুনের এ কাজটি কোন শিল্পের অন্তর্গত?
  • বিনিয়োগের দৃষ্টিতে উৎপাদন ও সেবা শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়?
  • শিল্পের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা ও উদ্যোগ বৃদ্ধি পাচ্ছে-
  • আমাদের দেশ উন্নয়নশীল দেশ। এ দেশের শিল্পখাতের উন্নয়নে বৃদ্ধি পাচ্ছেÑ
  • বাংলাদেশের শিল্পকে ভাগ করা যায়
  • উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত-
  • সেবা শিল্পে ব্যবহার করা হয়-
  • সেবা শিল্পের উদাহরণ হলো-
  • নোমানের ব্যবসায়টি কোন ধরনের শিল্প?
  • নোমানের কর্মসংস্থানের জন্য যে বিষয়টি বেশি কাজ করেছে সেটি হলো
  • পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট শিল্পকে কী বলে?
  • জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫ লক্ষ টাকার নিচে হলে তাকে কোন শিল্প বলে?
  • জনাব সিরাজ খুলনার ডাক বাংলার মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসায় করেন। সেখানে তার পরিবারের সদস্যদের দ্বারা উৎপাদিত পণ্য বেচা-কেনা করেন। জনাব সিরাজ কোন শিল্পের সাথে জড়িত?
  • কুটির শিল্প কয়টি সময়ে সেবা কার্য পরিচালনা করতে পারে?
  • কুটির শিল্প কর্মসংস্থান সৃষ্টি করে
  • তাদের স্থাপিত ব্যবসায়টি কী ধরনের?
  • তাদের ব্যবসায়ের-
  • ছোট জায়গা, স্বল্প মূলধন, ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতা এবং পারিবারিক সহযোগিতার ওপর ভিত্তি করে কোন শিল্প গড়ে ওঠে?
  • কোন শিল্পে স্বল্প মূলধন, ছোটখাটো ধরনের যন্ত্রপাতি ও সাধারণ দেশীয় কাঁচামাল ব্যবহৃত হয়?
  • Download our App Bissoy