এসএসসি ব্যবসায় উদ্যোগ ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ঝুঁকি আছে জেনেও লাভের আশায় কষ্টসাধ্য কাজে হাত দেওয়াকে কী বলা হয়?
  • কোনটি ব্যবসায় উদ্যোগমূলক কর্মকাণ্ড
  • যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে কিসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ?
  • ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি প্রতিশব্দ কী?
  • যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তাকে বলা হয়-
  • রাকিব একজন শিক্ষিত বেকার। তিনি অন্যের অধীনে চাকরি করা পছন্দ করেন না। তিনি যদি ব্যবসায় করতে চান তবে তাকে প্রথমে কী করতে হবে?
  • বাজারে আমের চাহিদা প্রচুর থাকা সত্ত্বেও মামুন কম পরিমাণে আম সরবরাহ করেছেন। এক্ষেত্রে মামুনের কম সরবরাহের কারণ কোনটি?
  • আমিনুল ছোটবেলা থেকে কী ভাবতেন?
  • ডিগ্রি পাস করে আমিনুল কিসের ব্যবসায় করেন?
  • যানবাহন মেরামত দক্ষতা না থাকায় কোথা থেকে আমিনুল প্রশিক্ষণ নেন?
  • কিসের জন্য আমিনুল প্রশিক্ষণ নেয়?
  • আমিনুল কত মাসের প্রশিক্ষণ নেন?
  • আমিনুল স্থাপন করেন-
  • ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায়-
  • উদ্যোগ কী?
  • জনাব তামিম গত ঈদে ‘তামিম ক্ল স্টোর’ নামে একটি পোশাকের দোকান দিলেন। এটি কী হিসেবে পরিচিত হবে?
  • বিদ্যালয় পরিষ্কার রাখার চেষ্টা কী?
  • বাঁশ বা বেতের সামগ্রী তৈরি করে বিক্রয়ের জন্যে দোকান স্থাপন করে লাভজনকভাবে ব্যবসায় পরিচালনা করলে তাকে কী বলে?
  • ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একজন উদ্যোক্তা কি উন্নয়ন করতে পারে?
  • উদ্যোক্তার অর্থনৈতিক বৈশিষ্ট্য কোনটি?
  • একজন সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য-
  • উদ্যোক্তাগণ জন্মগতভাবেই কী?
  • উদ্যোক্তা কীভাবে সৃষ্টি হয়?
  • কঠোর পরিশ্রম করা উদ্যোক্তার কী?
  • ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে কে গভীর জ্ঞান রাখেন?
  • ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকেই ব্যবসায়ের কী বলে গণ্য করা হয়?
  • কোন শক্তির বলে উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ার নতুন উন্নয়ন কৌশল গ্রহণ করেন?
  • শিল্প উদ্যোগের নব দিগন্ত উন্মোচন করেন কে?
  • উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বেশি আনন্দ পান?
  • ব্যবসায়ের ফলে কিসের সৃষ্টি হয়?
  • বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উদ্যোক্তার প্রয়োজন কেন?
  • উনড়বত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তারা কী ধরনের ভূমিকা পালন করছে?
  • বাংলাদেশ কী ধরনের দেশ?
  • বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০১০ অনুযায়ী মোট উৎপাদনের কত ভাগ সেবা খাত থেকে আসে?
  • অর্থনৈতিক সমীক্ষা, ২০১০ অনুযায়ী উৎপাদনের কত ভাগ শিল্প খাত থেকে আসে?
  • আজকের উনড়বত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উনড়বয়নের ভিত্তি হিসেবে কাদের সক্রিয় ভূমিকা কাজ করে?
  • জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে কারা?
  • অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
  • কোনটি জনবহুল দেশ?
  • কোনটি দেশের প্রাকৃতিক ও মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে?
  • Download our App Bissoy