এসএসসি বাংলা সাহিত্য সাহসী জননী লিখিত প্রশ্ন

  • ‘তোদের অসুর নৃত্য…. ঠা ঠা হাসি …. ফিরিয়ে দিয়েছি’ চরণটি বুঝিয়ে লেখো।
  • কবি বাংলাদেশকে ‘চির কবিতার দেশ’ বলেছেন কেন?
  • ‘কিন্তু কী ঘটল শেষে, কে দেখাল মহা প্রতিরোধ’ কবি এ কথা বলেছেন কেন?
  • ‘শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ’ কথাটি বুঝিয়ে লেখো।
  • ‘অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে’ কথাটি ব্যাখ্যা করো।
  • কবিতার হাতে রাইফেল – কথাটি বুঝিয়ে লেখো।
  • আমরা পাকিস্তানি হানাদারদের রক্তাক্ত হাত কয় মাসে মুচড়ে দিয়েছি?
  • বাঙালিরা কিসে মাত হবে বলে পাকিস্তানিরা ভেবেছিল?
  • ‘সাহসী জননী বাংলা’ কবিতায় বাংলাদেশকে কিসের দেশ বলা হয়েছে?
  • অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে শেষে কী হয়ে গেল?
  • সাহসী জননী বাংলার বুকে কিসের আগুন?
  • বুড়িগঙ্গা, পদ্মার নদীতীরের গ্রামে কী পড়েছে?
  • ‘সাহসী জননী বাংলা’ কবিতায় মধ্যরাতে কাদের আসার কথা বলা হয়েছে?
  • ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কাদের জেগে থাকার কথা বলা হয়েছে?
  • কবিতার হাতে কী?
  • ‘সাহসী জননী বাংলা’ কবিতা কিসে ভোজ হওয়ার কথা বলা হয়েছে?
  • Download our App Bissoy