এসএসসি বাংলা সাহিত্য সাহিত্যের রূপ ও রীতি লিখিত প্রশ্ন

  • রামায়ণকে মহাকাব্য বলা যায় কেন?
  • ‘শেষ হয়ে হইল না শেষ’ – ছোটগল্পের ক্ষেত্রে এ কথাটি গরুত্বপূর্ণ কেন?
  • সংবাদপত্রের সকল গদ্যকেই প্রবন্ধ বলা যায় না কেন?
  • ‘এই শিল্পদৃষ্টি যাহার নাই তার পক্ষে ছোটগল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নহে।’ – উক্তিটি বুঝিয়ে লেখো।
  • নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ কেন?
  • নাটককে দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য বলা হয় কেন?
  • শেষ হয়েও হইল না শেষ’ কথাটি বুঝিয়ে লেখো।
  • ‘যা নেই ভারতে তা নেই ভারতে’ – কথাটি কেন বলা হয়?
  • কমেডি নাটক কীভাবে আমাদের সুস্থ ও স্বাভাবিক করে তোলে?
  • ছোটগল্পে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সম্ভব নয় কেন?
  • কবিতার প্রধান দুটি রূপভেদ কী কী?
  • বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ কে প্রকাশ করেছেন?
  • বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশিত হয়েছে কোন কাব্যে?
  • মহাকাব্য কিসের কাহিনি অবলম্বন করে রচিত হয়?
  • রাবণ কাকে হরণ করে লঙ্কায় বাগানবাড়িতে বন্দি করে রাখে?
  • বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন কোনটি?
  • বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিতি লাভ করেছেন কে?
  • বাংলা সাহিত্যে ‘পল্লিকবি’ হিসেবে পরিচিতি লাভ করেছেন কে?
  • নাটকের লক্ষ্য সর্বকালেই কারা?
  • কারা নাট্যসাহিত্যকে কাব্যসাহিত্যের মধ্যে গণ্য করেছেন?
  • নাটক সচরাচর কয় অঙ্কে বিভক্ত থাকে?
  • নাটকের বিভাগগুলোর মধ্যে কোনটিকে সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়?
  • কোন সাহিত্য থেকে ছোটগল্পের অনুপ্রেরণা এসেছে?
  • এইচ.হি.ওয়েলসের মতে ছোটগল্পের আয়তন কত মিনিটের ভেতরে পড়ে শেষ করার মতো হওয়া উচিত?
  • পাঠকের সমাজে সাহিত্যের কোন শাখাটি জনপ্রিয়তার শীর্ষে?
  • উপন্যাসের প্রধান উপজীব্য কী?
  • বাংলা ভাষার প্রথম সার্থক ও কালজয়ী ঔপন্যাসিক কে?
  • বাঙালি পাঠকদের মাঝে সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক কে?
  • তন্ময় প্রবন্ধ কাকে বলে?
  • মেধাশক্তি অপেক্ষা ব্যক্তিহৃদয় প্রাধান্য প্রায় কোন ধরনের প্রবন্ধে?
  • বাংলা ভাষায় রচিত প্রবন্ধ সহিত্যের প্রবহমানতা কবে থেকে শুরু হয়?
  • Download our App Bissoy