এসএসসি বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৭ ব্যঞ্জনধ্বনি এমসিকিউ প্রশ্ন

  • বাপ্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয়, সেই জায়গাটি হলো ব্যঞ্জনের-
  • দন্ত্য ব্যঞ্জনধ্বনির মুখ্য বাপ্রত্যঙ্গ কোনটি?
  • কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে?
  • তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?
  • পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?
  • কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ?
  • কোনগুলো ঘোষ ব্যঞ্জন?
  • ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে কী বলে?
  • কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?
  • উচ্চারণস্থান অনুযায়ী ‘শ’ কেমন ধ্বনি?
  • ওষ্ঠা ব্যঞ্জনের মুখ্য বাপ্রতঙ্গ কোনটি?
  • উচ্চারণস্থান অনুযায়ী ‘ভ’ কোন ধরনের ব্যঞ্জন ধ্বনি?
  • জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়?
  • জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সাথে লেগে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়?
  • উচ্চারণ স্থান অনুযায়ী ড, ঢ, ড়, ঢ় কী ধ্বনি?
  • জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়?
  • জিভের পেছনের অংশ নরম তালুর সাথে বায়ুপথের বাধা সৃষ্টি করে কী ধ্বনি উৎপন্ন হয়?
  • ক, খ, গ, ঘ, কোন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ?
  • কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি উচ্চারণের মুখ্য বাকপ্রত্যঙ্গ কোনটি?
  • দুটি বাকপ্রত্যঙ্গ পরস্পর সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন ধ্বনি-
  • স্পৃষ্ট ব্যঞ্জনকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
  • ঙ, ঞ, ণ, ন, ম উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এগুলো কোন ধরনের ব্যঞ্জন?
  • কোন ব্যঞ্জনধ্বনিগুচ্ছ উষ্ম ব্যঞ্জনের উদাহরণ?
  • জিভ একাধিক বার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে কোন ধ্বনি সৃষ্টি হয়?
  • কোনগুলো তাড়নজাত ব্যঞ্জনধ্বনি?
  • কম্পনমাত্রা অনুযায়ী ব্যঞ্জনধ্বনি কত প্রকার?
  • স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন বেশি হয়ে কোন ধ্বনি উচ্চারিত হয়?
  • কোনগুলো ঘোষ ব্যঞ্জনধ্বনি?
  • কোনগুলো অঘোষ ব্যঞ্জনধ্বনি?
  • ধ্বনি উচ্চারণে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনি কয় প্রকার?
  • যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে কম বায়ু নির্গত হয় সেগুলো—
  • যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে অপেক্ষাকৃত বেশি বায়ু নির্গত হয় সেগুলো-
  • ‘হ’ ব্যঞ্জনধ্বনিটি কোন শ্রেণির?
  • ‘ক’ হতে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলা হয়?
  • কোনগুলো স্পর্শধ্বনি?
  • ক, খ, গ, ঘ, ঙ-এর উচ্চারণ স্থান হলো-
  • ক-বর্গীয় ধ্বনির উচ্চারণ স্থান কোনটি?
  • কোনগুলো কণ্ঠ্যধ্বনি?
  • কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দত্তমুলীয়?
  • উচ্চারণ অনুসারে ‘ট’ বর্গীয় ধ্বনিসমূহের নাম কী?
  • Download our App Bissoy