এসএসসি বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৩৩ উদ্দেশ্য ও বিধেয় এমসিকিউ প্রশ্ন

  • বাক্যের দুই অংশ—
  • উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ ও বৰ্গ নিয়ে, তাকে বলে-
  • বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে?
  • ‘এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা’- এখানে ‘এইসব মিলিয়ে’ বর্গ হলো—
  • বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে—
  • মোঘল সম্রাট শাজাহান তাঁর ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করেন— এখানে মোঘল সম্রাট কী?
  • ‘যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের ঋণ আমরা শোধ করতে পারব না’- এখানে ঋণ কী?
  • বাক্যের বিধেয় অংশে সাধারণত কী থাকে?
  • বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলে?
  • বাক্য দীর্ঘতর হলে উদ্দেশ্য ও বিধেয় অংশের সঙ্গে নানা ধরনের কী যুক্ত হতে পারে?
  • ‘চিনি বা শর্করা এইসব মিলিয়ে তৈরি হয়।’ এখানে ‘এইসব মিলিয়ে’ অংশটুকু কী?
  • ১৯৫২ সালে সালাম-বরকত-রফিক-জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। – এখানে বিধেয়ের পূরক কোনটি?
  • কখনও কখনও বাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের কী বদলে যেতে পারে?
  • বাক্যে দুটি অংশ থাকে- এ দুটি কী?
  • বাক্যের উদ্দেশ্য কত প্রকার?
  • সরল উদ্দেশ্য কাকে বলে?
  • ‘ভুবনের ঘাটে ঘাটে ভাসিছে’- বাক্যটিতে কী যোগে বিধেয়ের সম্প্রসারণ হয়েছে?
  • কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগে বিধেয় সম্প্রসারিত হয়েছে?
  • ‘অমিতের ভাই এসেছে’- বাক্যে কীভাবে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে?
  • ‘কুখ্যাত ডাকাত দল ধরা পড়েছে’- এ বাক্যে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে কীভাবে?
  • ‘যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে’ – বাক্যে উদ্দেশ্যর সম্প্রসারণ কীভাবে ঘটেছে?
  • Download our App Bissoy