এসএসসি বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৩১ বাক্যের অংশ ও শ্রেণিবিভাগ এমসিকিউ প্রশ্ন

  • এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কী বলে?
  • বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কী বলা হয়?
  • বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে?
  • বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে বলে-
  • ‘সজল স্কুলে যায়।’ -বাক্যের উদ্দেশ্য—
  • একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কোন বাক্য বলে?
  • এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য হয় তাকে কী বাক্য বলে?
  • বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কতভাগে ভাগ করা যায়?
  • কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য তৈরি হয়?
  • কী দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়?
  • পদকে বাক্যের কী বলা হয়?
  • সাধারণত বাক্যের কয়টি অংশ?
  • বাক্যের অংশগুলো হচ্ছে-
  • বাক্যের যে অংশে কারো সম্পর্কে কিছু বলা হয়, সেই অংশকে কী বলে?
  • গঠনগত দিক দিয়ে বাক্যেকে কত ভাগে ভাগ করা যায়?
  • একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে, তাকে কী বলে?
  • বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না-থাকা বিবেচনায় বাক্য কত প্রকার?
  • ‘যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।’ – এটি কোন ধরনের বাক্য?
  • বাক্যের যে অংশে বিধেয় সম্পর্কে কিছু বলা হয়, তাকে কী বলে?
  • ‘আমার মা চাকরি করেন।’—এটি কোন ধরনের বাক্য?
  • যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে, সেগুলোকে কী বাক্য বলে?
  • যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না, সেগুলোকে কী বলে?
  • সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় কোন ধরনের বাক্যে?
  • বিবৃতিবাচক বাক্য কয় ধরনের হতে পারে?
  • আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে কোন ধরনের বাক্য হয়?
  • আবেগবাচক বাক্যের উদাহরণ কোনটি?
  • ‘তার মঙ্গল হোক।’- এটি কোন ধরনের বাক্য?
  • সরল বাক্যের উদাহরণ কোনটি?
  • ‘মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে।’- এটি কোন ধরনের বাক্য?
  • ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’ – এটি কোন বাক্যের উদাহরণ?
  • গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?
  • ‘তার বয়স হলেও বুদ্ধি হয়নি’- কোন ধরনের বাক্য?
  • কোনটি সরল বাক্যের উদাহরণ?
  • ‘রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল’ – বাক্যটি গঠন অনুসারে—
  • ‘পরীক্ষায় সফল হও’ এটি কোন ধরনের বাক্য?
  • ‘ময়না কথা কয় না’- বাক্যটি কোন শ্রেণির বাক্য?
  • কোনটি বিবৃতিমূলক বাক্য?
  • ‘দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করো’— এটি কী ধরনের বাক্য?
  • ‘তোমাকে নিয়ে কী মুশকিলেই না পড়লাম।’ — এ বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে?
  • ‘বড্ড শুকিয়ে গেছিস রে’ -এটি কি ধরনের বাক্য?
  • Download our App Bissoy