এসএসসি বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ২৫ আবেগ এমসিকিউ প্রশ্ন

  • আবেগ শব্দ কীভাবে ব্যবহৃত হয়?
  • অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে?
  • সম্বোধন আবেগ আছে কোন বাক্যে?
  • মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে, সেগুলোকে কী শব্দ বলা হয়?
  • পাঠ্যবইয়ে কত প্রকার আবেগ দেখানো হয়েছে?
  • কোন ধরনের আবেগ তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়?
  • ‘বেশ, তবে যাওয়াই যাক।’- এ বাক্যে কোন ধরনের আবেগ প্রকাশিত হয়েছে?
  • অবজ্ঞা, ঘৃণা ইত্যাদি প্রকাশিত হলে তাকে কোন ধরনের আবেগ বলে?
  • ‘আহা! বেচারার কত কষ্ট!’— এখানে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে?
  • কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য কোন ধরনের আবেগের সাথে সম্পর্কিত?
  • আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় কোন ধরনের আবেগ?
  • ‘আহা’ কী ধরনের শব্দ?
  • ‘শাবাশ’ কোন শব্দের উদাহরণ?
  • ‘হ্যাঁ, আমাদের জিততেই হবে।’— এই বাক্যে ‘হ্যাঁ’ কোন ধরনের আবেগ?
  • ‘ছি ছি! এরকম কথা তার মুখে মানায় না।’- বাক্যটিতে কোন ধরনের আবেগ ব্যবহৃত হয়েছে?
  • ‘হে বন্ধু, তোমাকে অভিনন্দন।’- বাক্যটি কোন আবেগের ক্ষেত্রে প্রযোজ্য?
  • ‘দূর। একথা কি বলতে আছে?’ বাক্যটিতে কোন ধরনের আবেগ রয়েছে?
  • Download our App Bissoy