এসএসসি বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ২২ ক্রিয়া বিশেষণ এমসিকিউ প্রশ্ন

  • যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কী বলে?
  • কোনটি কালবাচক ক্রিয়াবিশেষণ?
  • ‘মিছিলটি সামনে এগিয়ে যায়’- বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?
  • ‘কি’, ‘যে’, ‘বা’, ‘তো’ প্রভৃতি কোন ধরনের ক্রিয়াবিশেষণ?
  • অনেক সময় বিশেষ্য ও বিশেষণের সাথে কোন বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াবিশেষণ তৈরি হয়?
  • কোনো ক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, তাকে কোন ধরনের ক্রিয়াবিশেষণ বলে?
  • পদাণু বিশেষণের উদাহরণ কোনটি?
  • গঠন বিবেচনায় ক্রিয়াবিশেষণকে কর ভাগ ভাগ করা যায়?
  • ‘মরি তো মরব।’- এ বাক্যে ‘তো’ কোন ধরনের ক্রিয়াবিশেষণ?
  • ‘যথাসময়ে সে হাজির হয়। এখানে ‘যথাসময়ে কোন ধরনের ক্রিয়াবিশেষণ?
  • না, নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার কোন অবস্থা বোঝায়?
  • কোন ধরনের ক্রিয়াবিশেষণ বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন করে না?
  • ‘তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’- এ বাক্যে ‘কোথাও’ কোন ধরনের ক্রিয়া বিশেষণ?
  • ছেলেটি দ্রুত দৌড়ায়। এই বাক্যে দ্রুত কোন বিশেষণ?
  • মেয়েটি গুনগুনিয়ে গান করছে। এই বাক্যে ‘গুণগুনিয়ে’ কোন বিশেষণ?
  • ‘ততক্ষণে’ কোন শব্দ?
  • ‘দ্রুতগতিতে’ কোন বিশেষণ?
  • ‘আচ্ছামতো’ কোন বিশেষণ?
  • ক্রিয়াবিশেষণ কয়টি ভাগে বিভক্ত?
  • যে ক্রিয়াবিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে তাকে কী বলে?
  • তিনি বেড়াতে যাননি। বাক্যটি কোন ক্রিয়াবিশেষণের উদাহরণ?
  • বাক্যে পদাণু ক্রিয়াবিশেষণ হিসেবে ভূমিকা পালন করে-
  • ‘আমি কি যাব?’ এই বাক্যে কোন ক্রিয়াবিশেষণ রয়েছে?
  • ‘জোরে’ শব্দটি কোন ক্রিয়াবিশেষণের উদাহরণ?
  • কোনটি একপদী ক্রিয়াবিশেষণ?
  • ‘সহজে’ শব্দটি হলো-
  • Download our App Bissoy