এসএসসি বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ১৪ শব্দদ্বিত্ব এমসিকিউ প্রশ্ন

  • অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে বলে –
  • শব্দদ্বিত্ব কত প্রকার?
  • পর পর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কী বলে?
  • কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়?
  • কোনটি ধ্বনাত্মক দ্বিত্বের উদাহরণ?
  • বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি?
  • কোন ধরনের দ্বিত্ব প্রয়োগে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয়?
  • কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে কী বলে?
  • ‘ঘুম ঘুম চোখে কাজ করেছি।’- এ বাক্যে ‘ঘুম ঘুম’ কোন ধরনের দ্বিত্ব?
  • অনুকার দ্বিত্বে অনেক সময় ঘরের পরিবর্তন ঘটে। এ নিয়মের উদাহরণ কোনটি?
  • বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি?
  • বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত স্থিত্ব কোনটি?
  • বছেলেটিকে চোখে চোখে রেখো।’- এ বাক্যে কোন ধরনের দ্বিত্ব আছে?
  • কল্পিত ধ্বনির ভিত্তিতে কোন ধরনের দ্বিত্ব হয়?
  • কল্পিত ধ্বনির দ্বিত্ব কোনটি?
  • ‘কলকপিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’— এখানে ধ্বন্যাত্মক দ্বিবৃত্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
  • শব্দদ্বিত্ব অর্থ কী?
  • ‘রাশি’ শব্দের শব্দদ্বিত্বতে কোন অর্থ প্রকাশ পায়।
  • পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির’- এ বাক্যে ‘মিটির মিটির’ কোন পদ?
  • ‘আমার জ্বরজ্বর লাগছে’ কোন শব্দের উদাহরণ?
  • ‘তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল।’- এখানে ‘হায় হায়’ অব্যয়ের শব্দস্থিতুতে কী বোঝানো হয়েছে।
  • কোনটি ভিন্নার্থক শব্দযোগে শব্দয়িত্ব?
  • কোন শব্দদ্বিত্বটি অন্ত্যস্বরের পরিবর্তন করে গঠিত হয়েছে?
  • যুগ্মরীতিতে শব্দদ্বিত্ব পদ গঠিত হয়েছে কোনটিতে?
  • ‘সমার্থক’ শব্দযোগে শব্দদ্বিত্ব হয়েছে কোনটিতে?
  • অনুভূতি বোঝাতে অব্যয় পদের শব্দদ্বিত্ব হয়েছে কোনটিতে?
  • ‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি’ – এখানে শব্দদ্বিত্ব দ্বারা কী বোঝানো হয়েছে?
  • ‘থেকে থেকে শিশুটি কাঁদছে।’- এখানে ‘থেকে থেকে’ শব্দদ্বিত্বটি কী অর্থ প্রকাশ করছে?
  • ভাষায় তিন ধরনের শব্দদ্বিত্ব রয়েছে, সেগুলো হলো-
  • অনুকার দ্বিত্বের প্রথম শব্দটি কীরূপ হয়?
  • ‘আম-টাম’ কোন শব্দদ্বিত্ব?
  • ‘ঝাল-টাল’ কোন শব্দদ্বিত্বের উদাহরণ?
  • ‘নরম-সরম’ কোন শব্দদ্বিত্বর উদাহরণ?
  • ‘এলোমেলো’ কোন শব্দদ্বিত্বর উদাহরণ?
  • ‘বাড়াবাড়ি’ শব্দটি কোন নিয়মে অনুকার শব্দদ্বিত্ব হয়েছে?
  • ‘কুট কুট’ কোন শব্দদ্বিত্বর উদাহরণ?
  • ‘ঝমঝম’ শব্দটি কোন শব্দদ্বিত্বর উদাহরণ?
  • ‘শোঁ শোঁ’ শব্দটি কোন শব্দদ্বিত্বর উদাহরণ?
  • পুনরায় আবৃত্ত হলে তাকে কী বলে?
  • ‘দেখেছ, তার কবি কবি ভাব’ – এ বাক্যে কী বুঝাতে পুনরাবৃত্ত দ্বিত্ব ব্যবহৃত হয়েছে?
  • Download our App Bissoy