এসএসসি বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ১০ উপসর্গ দিয়ে শব্দ গঠন এমসিকিউ প্রশ্ন

  • অনেক সময়ে শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে। যেমন, “সম্প্রদান’ শব্দে “দান’-এর আগে “সম এবং ‘প্র’ – এই দুটি উপসর্গ যুক্ত হয়েছে। একইভাবে ‘বিনির্মাণ’ শব্দে “মান’-এর আগে বসেছে “বি’ এবং
  • ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি?
  • ‘পাতি’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?
  • বাংলা ভাষায় কতগুলো উসপর্শ রয়েছে?
  • একাধিক উপসর্গ ব্যবহৃত হয়ে তৈরি শব্দ কোনটি?
  • উপসর্গের কী নেই?
  • উপসর্গের কী আছে?
  • ‘অনুগমন’ শব্দে কী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
  • অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দে?
  • ‘আজকাল ভদ্দরলোকদেরই হয়েছে হাভাত-জোভাত।’- বাক্যে কোন পদে উপসর্গ আছে?
  • ‘নালায়েক’ শব্দে ‘না’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  • চূড়ান্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
  • ‘রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে গেছে।’- এ বাক্যে উপসর্গযোগে গঠিত পদ কোনটি?
  • মধ্যস্থ অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি?
  • ‘বিড়ই’ শব্দে কী অর্থে উপসর্গ যুক্ত হয়েছে?
  • ‘কায়েস সাহেব জীবনের আশা পরিত্যাগ করেছেন।’- এ বাক্যে ‘পরিত্যাগ’ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে।
  • অল্প অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
  • ‘কদবেল’ শব্দে ‘কল’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  • উপসর্গ ব্যবহারে অর্থের সংকোচন ঘটেছে কোন শব্দে?
  • উত্তম অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি?
  • ‘সম্মুখ’ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
  • প্র, পরা, অপ, সম, নি কোন উপসর্গের উদাহরণ?
  • কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
  • বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
  • ‘নিদাঘ’ শব্দে ‘নি’ উপসর্গ কী অর্থে ব্যবহার হয়েছে?
  • কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?
  • ‘আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে’ – এখানে ‘অবেলা’ শব্দের ‘অ’ কোন উপসর্গ?
  • অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক কী কে অনুসর্গ বসতে পারে?
  • ‘বিনির্মাণ’ শব্দে ‘মান’ শব্দের পূর্বে কতটি উপসর্গ বসেছে?
  • ‘নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’ – কোনটির?
  • উপসর্গ কত প্রকার?
  • ‘সম’ উপসর্গ যোগে গঠিত ‘সম্পূর্ণ’ শব্দটিতে অর্থের কী ঘটেছে?
  • ‘গরহাজির’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  • ‘অধি’ উপসর্গ যোগে গঠিত ‘অধিবাসী’ শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
  • ‘অনা’ উপসর্গ যোগে গঠিত ‘অনাবৃষ্টি’ শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
  • ‘অপ’ উপসর্গ যোগে গঠিত ‘অপকর্ম’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  • কোন দুটি বাংলা উপসর্গ?
  • ‘অকাজ’ শব্দের ‘অ’ উপসর্গ অর্থের কী ঘটিয়েছে?
  • অঘারাম বাস করে অজপাড়াগাঁয়ে— ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?
  • ‘মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে’ – এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে?
  • Download our App Bissoy