এসএসসি বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ১ ভাষা ও ভাষা এমসিকিউ প্রশ্ন

  • বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে?
  • ব্রেইল ভাষা ব্যবহার করে—
  • বাংলা ভাষায় কথা বলে প্রায়—
  • মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?
  • ধ্রুপদি ভাষা হিসেবে স্বীকৃত কোনটি?
  • বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়—
  • ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা?
  • ইশারা ভাষা ব্যবহার করে কারা?
  • বাংলাদেশে মোট বাংলাভাষী লোক কত জন?
  • ভারতের পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষের বাস-
  • ধ্বনি তৈরির প্রত্যঙ্গ কোনটি?
  • এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয়—
  • কী দিয়ে বাক্য গঠিত হয়?
  • এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কী বলে?
  • ভাষার ক্ষেত্রে প্রযোগ্য-
  • দৃষ্টি-প্রতিবন্ধীদের ভাষা তৈরি হয়—
  • বাক-প্রতিবন্ধীদের বোঝানোর জন্য ব্যবহার হয়—
  • বাংলা কোন ভাষা-পরিবারের সদস্য?
  • অহমিয়া ও ওড়িয়া বাংলা ভাষার—
  • ইন্দো-ইউরোপীয় ভাষার দ্বিতীয় স্তর কোনটি?
  • বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি?
  • কত বছর আগে এ উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়?
  • ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে কুটিল লিপির উৎপত্তি হয়?
  • মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
  • মানুষের ভাষা কীসের সাহায্যে সৃষ্টি হয়?
  • মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কী বলে?
  • বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের ভাষা বাংলা?
  • বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে—
  • বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা?
  • সব ভাষারই কোন রূপের বৈচিত্র্য থাকে?
  • বাঙালি জনগোষ্ঠী কোন ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে?
  • কোন প্রদেশের ভাষা বাংলা?
  • বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোন ভাষা?
  • ধ্রুপদী ভাষা বলা হয় কোন ভাষাকে ?
  • ইন্দো-ইউরোপীয় ভাষার পরবর্তী স্তর কোনটি?
  • পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে?
  • ‘চর্যাপদ’ আবিষ্কার করেন কে?
  • বাংলা ভাষার স্বাতন্ত্র্য রয়েছে—
  • বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ করা যায় কী ভেদে?
  • বাংলা ভাষার রয়েছে নিজস্ব-
  • Download our App Bissoy