এসএসসি বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ‘নষ্ট হওয়া স্বভাব যার’- এককথায় কী হবে?
  • ‘যা পূর্বে দেখা যায় নি’- এককথায় কী হবে?
  • ‘বিশ্বজনের মধ্যে হিতকর’- এককথায় কী হবে?
  • ‘যা বলা যায় না’- এককথায় কী হবে?
  • ‘যার কোথাও উঁচু কোথাও নীচু’-এর সংকুচিত পদ কোনটি?
  • ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’- তাঁকে এককথায় কী বলা হয়?
  • ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’- এককথায় কী বলে?
  • ‘হনন করার ইচ্ছা’কে- এ কথায় কী বলে?
  • ‘তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকে নি’- এটা কোন বাক্য?
  • ‘সকল আলেমগণ আজ উপস্থিত’- বাক্যটি কোন দোষে দুষ্ট?
  • ‘যা বার বার দুলছে’- এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
  • একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত থাকতে হয়?
  • ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’- এর এককথায় প্রকাশ কোনটি?
  • ‘যার উপস্থিত বুদ্ধি আছে’- বাক্যের এককথায় প্রকাশ কোনটি?
  • ‘যা বলা হয় নি’- এককথায় কী হবে?
  • ‘যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না’- তাকে এককথায় কী বলে?
  • ‘তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি পাকে নি’- উদাহরণটি কোন বাক্যের?
  • ‘সত্য কথা না বলে বিপদে পড়েছি’- এটা কোন বাক্য?
  • বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম কী?
  • আকাক্সক্ষা, আসত্তি, যোগ্যতা- বাক্যের কী?
  • ‘আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল’- বাক্যটিতে কোন দোষ আছে?
  • ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’- বাক্যটি কোন বাক্যের উদাহরণ?
  • বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে-
  • বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্যে সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
  • ‘ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি’- এককথায় প্রকাশ কোনটি?
  • ‘মৃতের মতো অবস্থা যার’- এক কথায় কী হবে?
  • ‘যে শুনেই মনে রাখতে পারে’- তাকে এককথায় কী বলে?
  • ‘যে ব্যক্তির দুহাত সমান চলে’- তাকে কী বলে?
  • ‘যে নারীর স্বামী ও পুত্র নেই’- এক কথায় কী হবে?
  • ‘যা চেটে খেতে হয়’-এর বাক্য সংকোচন কী?
  • ‘যে সকল অত্যাচারই সয়ে যায়’-এর সংক্ষেপণ কী হবে?
  • ‘যে উপকারীর অপকার করে’- তাকে এককথায় কী বলে?
  • ‘সকল আলেমগণ এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন’- এটি কোন দোষ সৃষ্টি করেছে?
  • ‘যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন’- বাক্যের সংকোচন কোনটি?
  • কোন বাক্যটি অধিক যোগ্যতাসম্পন্ন?
  • প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্য কোন গুণটি হারায়?
  • “তোমার হাত দুটি ইস্পাতের মতো নরম”- বাক্যটিতে কোন গুণের অভাব আছে?
  • কোনটির যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়?
  • শ্মশানযাত্রীরা মড়া দাহ করে ঘরে ফিরছেন। বাক্যটি-
  • অমিতের ভাই এসেছে- বাক্যে কীভাবে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে?
  • Download our App Bissoy