এসএসসি বাংলা ২য় পত্র ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ‘ক্’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়?
  • বাংলা বর্ণমালায় কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?
  • স্বরবর্ণের পূর্ণ রূপ লেখা হয় কখন?
  • কোনো স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়?
  • বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
  • ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি?
  • কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্র দন্তমূল?
  • বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো?
  • ইংরেজি, আরবি ও ফারসি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কী হয়?
  • এক অক্ষরবিশিষ্ট শব্দ সবসময়-
  • বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী?
  • পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি ‘অ’ কী হয়?
  • তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত ‘অ’ কী হয়?
  • ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?
  • ক খ গ ঘ ঙ এর উচ্চারণ স্থান হলো-
  • উচ্চারণ স্থান অনুযায়ী কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ?
  • বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?
  • কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
  • কোন ধ্বনি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
  • ‘আহ্বান’ এর প্রকৃত উচ্চারণ কোনটি?
  • ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?
  • তাড়নাজাত ধ্বনি কোনটি?
  • ‘ক্ষ’ যুক্ত বর্ণটির স্বরূপ কী?
  • কোন শব্দে তিনটি ব্যঞ্জনবর্ণের যুক্ত রূপ আছে?
  • ‘হ্ম’ এই যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি?
  • ‘স্কুল > ইস্কুল’ ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ায় এর নাম কী?
  • মধ্যস্বরাগম-এর অপর নাম কী?
  • বিপ্রকর্ষের অপর নাম কী?
  • পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে?
  • একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
  • কোনটি প্রগত স্বরসংগতির উদাহরণ?
  • কোনটি সম্প্রকর্ষের উদাহরণ?
  • ‘রিকসা > রিসকা’ কিসের উদাহরণ?
  • ‘লগ্ন > লগগ’ কোন সমীভবন?
  • বিষমীভবনের উদাহরণ কোনটি?
  • বউদিদি > বউদি-কিসের উদাহরণ?
  • অপিনিহিতি অথবা বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কী বলে?
  • Download our App Bissoy