এসএসসি বাংলা ১ম পত্র উপেক্ষিত শক্তির উদ্বোধন এমসিকিউ প্রশ্ন

  • কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগদান করেন?
  • কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম অসুস্থ হন?
  • কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনা হয়-
  • কবি কাজী নজরুল ইসলামের উপাধি হচ্ছে-
  • কাজী নজরুল ইসলাম কত সালে মারা যান?
  • ‘আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না।’ এখানে কোন সম্প্রদায়ের শক্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
  • আজ আমাদের মহাজাগরণের দিনে উপেক্ষিত ব্যক্তিদের উপর কত আনা শক্তি নির্ভর করছে?
  • লেখকের মতে আমরা উপেক্ষা করে আসছি-
  • ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে ‘হতভাগা’ বলা হয়েছে কাদেরকে?
  • কাজী নজরুল ইসলাম প্রবন্ধে হতভাগা বলেছেন কাদের?
  • ‘গরিবদের’ ছোটলোক বলে নামকরণ করেছেন-
  • সরল অন্তর হওয়া সত্ত্বেও তথাকথিত ছোটলোকরা কাজ করতে পারে না-
  • কাজী নজরুল ইসলামের মতে, ভদ্রদের শক্তি নাই-
  • উপেক্ষিতরা ভদ্র সমাজের চেষ্টায় অসম্পন্ন কাজ সম্পন্ন করতে পারবে-
  • ভারতের অসাধ্য সাধন রাজনীতির শিল্পী-
  • মহাত্মা গান্ধীর সাথে ভারতবাসীর সম্পর্ক ছিল-
  • দরিদ্ররা খেতে না পেলে কে তাদের সাথে উপবাস করতেন-
  • ভারতবাসীকে সেড়বহার্দ্র বুকে কাছে টেনেছেন-
  • ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উপেক্ষিত হতভাগারা কার দিকে দলে দলে ছুটে গেছে?
  • কাজী নজরুল ইসলাম কাদের হাত ধরতে আহ্বান করেছেন?
  • ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উল্লিখিত ‘ছোটলোকরা’ জন্ম থেকেই অভিজাত শ্রেণির কাছ থেকে-
  • উপেক্ষিত শক্তির হাত ধরে কাজী নজরুল ইসলাম কী করতে চেয়েছেন?
  • উপেক্ষিত ভাইদের হাত ধরে বোধন-বাঁশিতে সুর দিলে কী হবে?
  • ‘দৈন্য’ শব্দ দ্বারা বোঝায়-
  • ‘মসীময়’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
  • ‘উপেক্ষিতবোধ জাগিয়ে তোলার বাঁশি’কে এককথায় কী বলা হয়?
  • দেশে যুগান্তর সাধনের জন্য দরকার
  • ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের ভাবনার সাথে সাদৃশ্য বহন করে কোনটি?
  • Download our App Bissoy