এসএসসি বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ এমসিকিউ প্রশ্ন

  • জীবনানন্দ দাশ কী কবি হিসেবে পরিচিত?
  • কবি জীবনানন্দ দাশের চিত্ত নিমগ্ন
  • ‘ধূসর পাণ্ডুলিপি’ জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা?
  • ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থটির নামকরণ করা হয়েছে-
  • ১৯৫৪ সালের অক্টোবর মাসের কত তারিখে জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনায় আহত হন?
  • জীবনানন্দ দাশ অক্টোবর মাসের কত তারিখে মারা যান?
  • “সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি।” এখানে ‘সেই দিন’ বলতে কোন দিনের কথা বলা হয়েছে?
  • ‘আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই’ গানের এ পঙ্ক্তির সাথে সাদৃশ্য রয়েছে কোন কবিতার?
  • লক্ষ্মীপেঁচার সাথে কোন সময়ের সাদৃশ্য রয়েছে?
  • ‘আমি চলে যাব’ কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন?
  • শিশিরের সাথে সম্পৃক্ত কোন মাস?
  • ‘সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে’ পঙ্ক্তি দ্বারা কী বোঝায়?
  • চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ
  • কার গল্প বেঁচে রবে চিরকাল?
  • জীবনানন্দ দাশের কবিতার মূলগত প্রেরণা কী?
  • কবি কী জানেন?
  • পৃথিবীতে সবাই-
  • শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধ কত দিন থাকবে?
  • এশিরিয়া বেবিলন এখন কেমন?
  • ‘সাধ’ শব্দের অর্থ হলো
  • ‘আমি চলে যাব বলে’ এখানে ‘আমি’ কে?
  • ‘একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে তার বিনির্মাণ’ কিসের?
  • মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু চিরকালের ব্যস্ততা থাকে
  • শিশির কোন ফুলে পড়ে?
  • Download our App Bissoy