এসএসসি বাংলা ১ম পত্র পল্লিজননী এমসিকিউ প্রশ্ন

  • জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
  • জসীমউদ্দীনের কোন গ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে?
  • কোন বিশ্ববিদ্যালয় জসীমউদ্দীনকে ডি-লিট ডিগ্রি প্রদান করে?
  • কত খ্রিষ্টাব্দে জসীমউদ্দীন মৃত্যুবরণ করেন?
  • মায়ের চোখের পাতা ঢুলছে কেন?
  • ‘পল্লিজননী’ কবিতায় দীপটি কোথায় জ্বলছিল?
  • ‘পল্লিজননী’ কবিতায় কুঁড়েঘরে শীতের বায়ু আসছে কেন?
  • ‘পল্লিজননী’ কবিতায় কে ছেলেকে চুপ করে ঘুমোতে বলছেন?
  • মা চুপ করতে বলায় ছেলে কী প্রতিক্রিয়া ব্যক্ত করে?
  • ‘পারে যদি বুকে যত স্নেহ আছে’ এখানে ‘যত স্নেহ’ বলতে কী বোঝানো হয়েছে?
  • ‘পল্লিজননী’ কবিতায় দরগায় কী মানত করা হয়?
  • বাঁশ বনে বসে কোন পাখি ডাকে?
  • কবি কাদের পোশাককে কুয়াশা কাফনের সঙ্গে তুলনা করেছেন?
  • ছেলে কাকে লাটাই যতড়ব করে রাখতে বলে?
  • ‘সাত-নরি’, ‘ফুলঝুরি’ বলতে তুমি কী বোঝ?
  • ‘পল্লিজননী’ কবিতায় অনেকক্ষণ কথা বলে রুগ্ণ ছেলে-
  • ‘পল্লিজননী’ কবিতায় থম থম কাল রাত কোথায়?
  • ‘ওরে মুখপোড়া কোথা গিয়াছিলি এমনি এ কালি সাঁঝে।’ এখানে ‘মুখপোড়া’ বলতে বোঝানো হয়েছে-
  • ‘মোসলমানের আড়ঙ দেখিতে নাই।’ এ কথা কে বলেছে?
  • আড়ঙের দিনে ‘পল্লিজননী’ কবিতার রুগ্ণ ছেলেটি পুতুল কিনতে চেয়েছিল কেন?
  • ‘পল্লিজননী’ কবিতায় রুগ্ণ ছেলের জন্য কী জোটেনি?
  • ‘ঝড়ে কাঁপে যেন নীড়ের পাখিটি জড়ায়ে মায়ের ডানা।’ এখানে ‘পাখিটি’ বলতে বোঝানো হয়েছে
  • ‘পল্লিজননী’ কবিতায় ঘরের চালেতে ডাকছে-
  • ‘পল্লিজননী’ কবিতায় মা দূর-দূর করে ওঠেন কেন?
  • বিরহিণী ডাহুকের ডাক পল্লিজননীর মনে কোন অনুভূতির জোগান দেয়?
  • ‘পল্লিজননী’ কবিতায় ‘মহাকাল’ অর্থে তুমি কী বোঝ?
  • ‘পল্লিজননী’ কবিতায় কিসের তেল ফুরিয়ে এসেছে?
  • ‘নামাজের ঘর’ বলতে কবি কী বুঝিয়েছেন?
  • নয়ন নীর কী?
  • কার মতো মমতাময়ী আর কেউ নেই?
  • রুগ্ণ পরিবেশে মায়ের মনে কী জেগে ওঠে?
  • ‘পল্লিজননী’ কবিতায় ফুটে উঠেছে-
  • ‘পল্লিজননী’ কবিতায় মায়ের কিসের ব্যর্থতা প্রকাশ পেয়েছে?
  • Download our App Bissoy