এসএসসি বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ এমসিকিউ প্রশ্ন

  • মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
  • কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান ‘সাগরদাঁড়ি’ গ্রামটি কোন জেলার অন্তর্গত?
  • কবি মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন?
  • ‘তিলোত্তমাসম্ভব’ মধুসূদনের কোন ধরনের রচনা?
  • মাইকেল মধুসূদনের লেখা কাব্য কোনটি?
  • ‘একেই কি বলে সভ্যতা’ মধুসূদনের কোন সধরনের রচনা?
  • বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন কে করেন?
  • কত সালে মাইকেল মধুসূদন দত্ত পরলোকগমন করেন?
  • ‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে!’ কবির কোন নদের কথা মনে পড়ে?
  • ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’ কবি কার কথা বলেছেন?
  • ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ভুলের জন্য কবির অনুতাপ ফুটে উঠেছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
  • ‘ভ্রান্তির ছলনে’ অর্থ কী?
  • ‘যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া-মন্ত্রধ্বনি।’ এই পঙ্ক্তির সাথে কবিমনের সংগতিপূর্ণ ভাবটি হলো
  • ‘কপোতাক্ষ নদ’ কবিতার আলোকে কবি মাইকেল মধুসূদন দত্তের সেড়বহের তৃষ্ণা মিটে কিসের মাধ্যমে?
  • “আর কি হে হবে দেখা?” কবি কার সাথে দেখা হওয়ার বাসনা ব্যক্ত করেছেন?
  • ‘একান্ত নিরিবিলি’ বোঝাতে ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি কোন শব্দটি ব্যবহার করেছেন?
  • ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি মায়ের দুধের সাথে তুলনা করেছেন
  • ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি স্মৃতিকাতর হয়েছেন কেন?
  • ‘সনেট’-এর শুদ্ধ ইংরেজি বানান কোনটি?
  • ‘Sestet’-এর বাংলা রূপ হলো
  • ‘কপোতাক্ষ নদ’ কবিতায় প্রজা বলা হয়েছে কাকে?
  • কপোতাক্ষ নদ প্রজা হিসেবে রাজারূপে কাকে কর দেয়? অথবা, ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কাকে ‘রাজ’ রূপে কল্পনা করা হয়েছে?
  • সনেটের বৈশিষ্ট্য কী?
  • ‘কপোতাক্ষ নদ’ কোন জাতীয় কবিতা?
  • ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
  • কোন কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর দেশপ্রেম প্রকাশিত হয়েছে?
  • ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কী পরিচয় পাওয়া যায়?
  • কোথায় বসবাসকালে কবির মনে জন্মভূমির বেদনাবিধুর স্মৃতি জেগে ওঠে?
  • Download our App Bissoy