এসএসসি বাংলা ১ম পত্র আমার পরিচয় এমসিকিউ প্রশ্ন

  • সৈয়দ শামসুল হক কত সালে জন্মগ্রহণ করেন?
  • সৈয়দ শামসুল হক লাভ করেন-
  • ‘একদা এক রাজ্যে’ সৈয়দ শামসুল হকের কোন ধরনের রচনা?
  • ‘বৃষ্টি ও বিদ্রোহীগণ’ হলো সৈয়দ শামসুল হকের-
  • ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি জাতি কোথায় জন্ম নিয়েছে?
  • ‘আমার পরিচয়’ কবিতায় কবি বাংলার পলিমাটিতে চলেন-
  • ‘আমার পরিচয়’ কবিতায় উল্লেখিত নদীর সংখ্যা কত?
  • ‘আমার পরিচয়’ কবিতায় কবি চর্যাপদের কোন উপাদান থেকে এসেছেন?
  • ‘আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে’ এখানে ‘চর্যাপদের অক্ষরগুলো’ বলতে কবি কী বুঝিয়েছেন?
  • ‘আমার পরিচয়’ কবিতায় কবি কাদের ডিঙার বহর থেকে এসেছেন বলে উল্লেখ করেছেন?
  • কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান?
  • ‘অগিড়ববীণা’ কাব্যগ্রন্থের রচয়িতা হলেন-
  • ‘আলপথ’ শব্দের অর্থ কী?
  • চর্যাপদের পাণ্ডলিপি কে আবিষ্কার করেন?
  • চর্যাপদের পাণ্ডুলিপি কোথা থেকে উদ্ধার করা হয়?
  • ‘কৈবর্ত বিদ্রোহ’ কার বিরুদ্ধে হয়েছিল?
  • কৈবর্ত বিদ্রোহ কখন সংঘটিত হয়?
  • কত সালে পাহাড়পুর বৌদ্ধবিহার আবিষ্কৃত হয়?
  • পাহাড়পুর বৌদ্ধবিহার হলো আমাদের-
  • হোসেন শাহের রাজত্বকাল কত?
  • ‘আমার পরিচয়’ কবিতায় কবি মুসলিম ঐতিহ্যের নিদর্শন বোঝাতে কিসের কথা উল্লেখ করেছেন?
  • তিতুমীর কত সালে জন্মগ্রহণ করেন?
  • ধর্মকে আশ্রয় করে কুসংস্কারের বিরুদ্ধে হাজী শরীয়তুল্লাহর যে আন্দোলন তাকে কী বলে?
  • ক্ষুদিরাম বসুর জন্ম-মৃত্যু কবে?
  • ক্ষুদিরাম কোথায় জন্মগ্রহণ করেন?
  • জয়নুল আবেদিনের জন্ম-মৃত্যু সাল কত?
  • জয়নুল আবেদিন কী হিসেবে খ্যাত?
  • কোন আন্দোলনের সাফল্যের পথ ধরে স্বাধীনতা সূচিত হয়?
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-মৃত্যু সাল কোনটি?
  • কার নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতাযুদ্ধে জয়লাভ করে?
  • সৈয়দ শামসুল হকের কোন গ্রন্থ থেকে ‘আমার পরিচয়’ শীর্ষক কবিতাটি সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে?
  • আত্মমর্যাদাবোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা প্রতিষ্ঠার পশ্চাতে কী আছে?
  • Download our App Bissoy