এইচএসসি যুক্তিবিদ্যা ২য় পত্র ৮ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • কোন গ্রিক যুক্তিবিদ প্রথম সম্ভাবনা শব্দটি ব্যবহার করেন?
  • ভারতীয় কোন দর্শনে সম্ভাবনার বীজ রোপিত হয়েছিল?
  • স্যাৎ শব্দের অর্থ কী?
  • কত খ্রিষ্টপূর্বাব্দে ভারতীয় জৈন দর্শনে ‘সম্ভাবনা’ ধারণাটির উৎপত্তি হয়?
  • সম্ভাবনা কথাটি কীরূপ অর্থ নির্দেশ করে?
  • সত্যমান ও মিথ্যামানের মধ্যবর্তী অবস্থাকে কী বলে?
  • ‘আরোহ অনুমানের সব সিদ্ধান্তই সম্ভাব্য’ কে বলেছেন?
  • ‘প্রধানমন্ত্রী কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে আসতে পারেন’। এটি কোন ধরনের বাক্য?
  • কাদের প্রচেষ্টায় ‘সম্ভাবনার’ বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে?
  • সম্ভাবনামূলক যুক্তি পদ্ধতির প্রবক্তা কে?
  • একটি হাসপাতালে ৫০ জন রোগীর মধ্যে ৫ জন মারা গেল। এক্ষেত্রে আক্রান্ত রোগীর মৃত্যুর সম্ভাবনার অনুপাত কত?
  • সম্ভাবনাকে কত ভাগে বিভক্ত করা হয়?
  • একটি দানে লুডুর গুটির যেকোনো পিঠ ওঠার সম্ভাবনা কত ভাগ?
  • সম্ভাব্যতা তত্ত্বটি জড়িত—
  • ‘কবিরের বাড়ি যাওয়ার ঘটনা ৫০%’— এই তথ্যটি প্রকাশ করে—
  • উদ্দীপকে সুজন এর বাংলাদেশ জিতবে ধারণাটি কী?
  • উদ্দীপকে বর্ণিত ধারণাটি-
  • “সম্ভাবনার ভিত্তি আত্মনিষ্ঠ” এটি কার যুক্তি?
  • সম্ভাব্যতার ভিত্তি আত্মগত নয় বরং বস্তুগত- এটি কার উক্তি?
  • বারনৌলি ছিলেন একজন —
  • সম্ভাব্যতার প্রকৃতিবিষয়ক প্রাচীন তত্ত্ব কোনটি?
  • অভিজ্ঞতা নিরপেক্ষ তত্ত্ব কোনটি?
  • পূর্বতঃসিদ্ধ তত্ত্বের অপর নাম কী?
  • বিশ্বাসকে কীসের মাধ্যমে প্রকাশ করা সম্ভব?
  • সম্ভাবনার মাত্রাকে কীভাবে প্রকাশ করা যায়?
  • সম্ভাব্যতার প্রকৃতিকে গাণিতিক তত্ত্ব বলা হয় কেন?
  • সম্ভাব্যতার কয়টি রূপ পরিলক্ষিত হয়?
  • মহেশপুর অঞ্চলে শিক্ষিত নারীর মধ্যে চাকরিজীবীর সংখ্যা কোন তত্ত্বের মাধ্যমে নির্ণয় করা যায়?
  • সম্ভাবনার ভিত্তি কয়টি?
  • সম্ভাবনাকে মানসিক ব্যাপার বলে আখ্যায়িত করেছেন কে?
  • রব তার বন্ধুকে বলে ঘটনাবলির বিশ্বাসের প্রতি বিশ্বাসের সম্পর্ক একই রূপ হয় না। বিশ্বাসের সম্পর্ক একই রূপ না হওয়ার কারণ কী?
  • আরোহ সম্ভাব্যতার কোন ভিত্তি সরবরাহ করে?
  • সম্ভাবনা হচ্ছে-
  • সম্ভাব্যতার রূপ হলো—
  • উদ্দীপকে বীথির বিবৃতিতে কীসের প্রতিফলন ঘটেছে?
  • উক্ত ধারণার বৈশিষ্ট্য হলো-
  • আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ কী?
  • যে ঘটনার কারণ অজ্ঞাত থাকে তাকে কী বলে?
  • একজন কুম্ভকার তার মাটির পাত্র তৈরির জন্য মাটি খুড়তে গিয়ে হঠাৎ মাটির নিচে এক বালতি মোহর পেয়ে গেল। উপর্যুক্ত ঘটনাটি—
  • মানুষের অজ্ঞতার ফলে কোনটির উদ্ভব হয়?
  • Download our App Bissoy