এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • দর্শনের জনক কে?
  • দর্শনের শাখা কয়টি?
  • দর্শনের অন্যতম শাখা কোনটি?
  • যুক্তিবিদ্যা দর্শনের কোন শাখার অন্তর্ভুক্ত?
  • ‘যুক্তিবিদ্যা হলো দর্শনের সারসত্তা’- উক্তিটি কার?
  • যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই সত্য উদঘাটনে প্রয়াসী কেন?
  • প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্পর্কে সুনিশ্চিত জ্ঞানকে বলা হয়—
  • যুক্তিবিদ্যা ও দর্শন যুক্তির শুদ্ধতার ওপর নির্ভরশীল কেন?
  • দর্শন ও যুক্তিবিদ্যার মধ্যে সাদৃশ্য বিষয় কী?
  • আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিষয়ে অধ্যয়নরত। তার পঠিত বিষয়টির উদ্দেশ্য হলো জগত এবং জীবন সম্পর্কে একটা সুসংবদ্ধ ও যুক্তিযুক্ত জ্ঞান প্রদান করা। সোহানের অধ্যয়নরত বিষয়টির নাম কী?
  • দর্শন ও যুক্তিবিদ্যার চর্চা শুরু হয়েছিল কোন দেশে?/
  • শিক্ষক ক্লাসে দুটি বিষয়ের কথা বললেন, যারা পরস্পরের ওপর নির্ভরশীল এবং একটি বৃহৎ অর্থে অপরটিকে অন্তর্ভুক্ত করে। এখানে কোন দুটি বিষয়কে বোঝানো হয়েছে?
  • যুক্তিবিদ্যা অধ্যয়নের ফলে বিশেষভাবে আমরা যে মূল্যবোধ আয়ত্ত করতে পারি তা হলো—
  • জ্ঞানের প্রকৃতি, উৎস ও উৎপত্তি নিয়ে আলোচনা করে দর্শনের কোন অংশ?
  • ‘Metaphysics’ শব্দের অর্থ কী?
  • যুক্তিবিদ্যার মৌলিক নিয়মাবলির নিশ্চয়তা বিধান করে কোনটি?
  • দর্শনের ইংরেজি শব্দ Philosophy শব্দটি এসেছে- k. i. i. i. Philos এবং sophia থেকে
  • দর্শন চেষ্টা করে–
  • যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ যে বিষয়গুলো দর্শনের আলোচ্য বিষয় –
  • দর্শনের সাথে যুক্তিবিদ্যার মিল হিসেবে গ্রহণযোগ্য হচ্ছে—
  • ইমনের জীবনাচরণে কোন বিষয়ের প্রভাব পরিলক্ষিত হয়?
  • অনুচ্ছেদে উল্লেখিত সমস্যাসমূহ সমাধানে উক্ত বিষয়টির যে সকল শাখা অবদান রাখে
  • Ethics শব্দের অর্থ কী?
  • ‘Ethos’ শব্দের অর্থ কী?
  • ইংরেজি Ethics শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  • শাব্দিক অর্থে নীতিবিদ্যাকে কী বলা হয়?
  • নীতিবিদ্যা দর্শনের কোন শাখার অন্তর্ভুক্ত?
  • জনির ভালো-মন্দ, নৈতিক-অনৈতিক বোধ খুবই প্রবল। তার মধ্যে কোন বিষয়ের প্রভাব রয়েছে?
  • মানুষ উন্নত জীবনের ধারক হতে পারে কীভাবে?
  • সমাজে বসবাসকারী সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের ইচ্ছাকৃত আচরণ কোন শাস্ত্রের আলোচনার বিষয়?
  • ‘ব্যবসায় নীতিবিদ্যা’ নীতিবিদ্যার কোন শাখায় আলোচনা করা হয়?
  • যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান কেন?
  • যৌক্তিকতা→ ? →নৈতিকতা →নীতিবিদ্যা
  • প্রাতিষ্ঠানিকভাবে কত সাল থেকে ব্যবসায় নীতিবিদ্যার চর্চা শুরু হয়?
  • সমাজ ও রাষ্ট্র স্বীকৃত জীবিকা অর্জনের মাধ্যমকে কী বলে?
  • জহির একজন ডাক্তার। সে সব সময় দেরিতে হাসপাতালে আসে এবং রোগীকে অবহেলা করে। তার মধ্যে কীসের অভাব রয়েছে?
  • ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত ইত্যাদি মূল্যায়নধর্মী বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের কোন বিয়ষকে নির্দেশ করে?
  • ইংরেজি ‘Moral’ শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে?
  • ‘নীতিবিদ্যা হচ্ছে দর্শনের সেই শাখা যা নৈতিকতা, নৈতিক সমস্যা ও নৈতিক অবধারণ সম্পর্কিত আলোচনা করে’ – উক্তিটি কার?
  • আমাদের ঔচিত্যবোধ সংক্রান্ত আলোচনা করে কোন শাস্ত্র?
  • Download our App Bissoy