এইচএসসি ভূগোল ১০ম অধ্যায় লিখিত প্রশ্ন

  • মানচিত্র অভিক্ষেপ বলতে কোনো সমতলের ওপর সৃষ্ট গ্রাটিকুলকে বোঝায়।
  • অভিক্ষেপ প্রধানত কয় প্রকার ও কী কী?
  • মানচিত্রের উপাদানগুলো উল্লেখ কর।
  • বেলনাকার অভিক্ষেপের বৈশিষ্ট্য ও প্রয়োগ উল্লেখ কর।
  • বেলনাকার অভিক্ষেপ কী? ব্যাখ্যা কর।
  • অদৃশ্যানানুগ অভিক্ষেপ বলতে কী বোঝ?
  • মানচিত্র অঙ্কনে সবচেয়ে আধুনিক প্রযুক্তি জিআইএস-ব্যাখ্যা কর।
  • জিআইএস এর উপাত্ত কয়ভাগে ভাগ করা যায়?
  • বেলনকার অভিক্ষেপ বলতে কী বোঝ?
  • GPS দ্বারা কী কী কাজ করা যায়?
  • বিভিন্ন প্রকার স্কেলের নাম লেখ।
  • রৈখিক স্কেলের সুবিধাগুলো ব্যাখ্যা কর।
  • বর্গ পদ্ধতিতে মানচিত্রকে কীভাবে সম্প্রসারণ করা যায়?
  • মানচিত্রে স্কেল কীভাবে প্রকাশ করা যায় ব্যাখ্যা কর।
  • প্রতিভূ অনুপাত কী? ব্যাখ্যা কর।
  • মৌজা মানচিত্র কী? ব্যাখ্যা কর।
  • মানচিত্রের স্কেল বলতে কী বোঝ?
  • কণীয় মাপনী বলতে কী বোঝায়?
  • স্কেল প্রকাশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
  • মানচিত্র ছোট ও বড় করার পদ্ধতিগুলো কী কী?
  • Download our App Bissoy