এইচএসসি ভূগোল ২য় পত্র ১০ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • পৃথিবীর আকৃতি কেমন?
  • বেলনাকার অভিক্ষেপকে অন্য কী নামে ডাকা হয়?
  • যথন আলোকরশ্মি ভূগোলকের কেন্দ্রে অবস্থান করে তখন তাকে কী বলে?
  • আলোকরশ্মির অবস্থানের প্রেক্ষিতে মেরুদেশীয় অভিক্ষেপকে কত ভাগে ভাগ করা যায়?
  • অভিক্ষেপ অঙ্কনের জন্য স্কেলে সাধারণত কোন অনুপাত ব্যবহার করা হয়?
  • পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত?
  • অঙ্কনের তারতম্য অনুসারে বেনাকার অভিক্ষেপ কত প্রকার?
  • আলোকরশ্মির ছায়ার ওপর ভিত্তি করে যে নলাকার অভিন্সে তৈরি হয় তাকে কী বলে?
  • কোন ধরনের বেলনাকার অভিক্ষেপের দ্রাঘিমারেখা ও অক্ষরেখাগুলো পরস্পর সমান দূরত্বে অবস্থান করে?
  • যখন শাঙ্কবে ভূগোলকের একটিমাত্র অক্ষরেখায় স্পর্শ করিয়ে অভিক্ষেপ অঙ্কন করা হয় তখন তাকে কী বলে?
  • সরল শাঙ্ক অভিক্ষেপে দুটি অক্ষরেখাকে কয়টি পৃথক পরিমিত অক্ষরেখা হিসেবে গণ্য করা হয়?
  • সরল শাঙ্ক অভিক্ষেপ কয়টি অক্ষরেখা স্পর্শ করে ভূগোলকের ওপর অবস্থান করে?
  • মানচিত্র অভিক্ষেপ বলতে কোনো সমতলের উপর সৃষ্ট গ্র্যাটিকুলকেই বোঝায় এ গ্র্যাটিকুল কী?
  • মানচিত্র অভিক্ষেপ কত প্রকার?
  • মানচিত্র অভিক্ষেপের উস্তাবক বলা হয় কাকে?
  • মানচিত্র অভিক্ষেপের বৈশিষ্ট্য কয়টি?
  • ভূগোলকটিকে কোনো কাগজের শাঙ্কবের ভিতর স্থাপন করে অভিক্ষেপ অঙ্কন করলে তাকে বলা হয়-
  • সাধারণত ৫০ক্ক থেকে ৯০ক্ক অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলের মানচিত্র অঙ্গনে কোন অভিক্ষেপ শ্রেয়?
  • ভূগোলকে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা দ্বারা সৃষ্ট জালের ন্যায় বিন্যস্ত ছককে কী বলে?
  • সর্বপ্রথম মার্কেটরস অভিক্ষেপের পরিকল্পনা করেন কে?
  • অভিক্ষেপ অঙ্কনের জন্য স্কেল বা মাপনী কোন অনুপাতে দেওয়া হয়?
  • পৃথিবীর স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের জন্য কোন ধরনের অভিক্ষেপ ব্যবহৃত হয়?
  • সাধারণত ৫০ক্ক থেকে ৯০ক্ক অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে মানচিত্র অঙ্কনে কোন অভিক্ষেপ ব্যবহৃত হয়?
  • যেকোনো মানচিত্র বা ইমেজকে জ্যামিতিক আকৃতিতে পরিবর্তন করতে সাহায্য করে কোনটি?
  • কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে GIS ল্যাব চালু করে?
  • রাস্টার স্কেল কীভাবে বিভক্ত?
  • মানচিত্র অভিক্ষেপে কোন বিষয়টি আবশ্যক?
  • মানচিত্রের অভিক্ষেপ North line দেখানোর প্রয়োজন হয় না কেন?
  • GIS = ?
  • “GIS is a computer system that can hold and use date describing places on the earth’s surface.” .” কে বলেছেন?
  • সারা বিশ্বে GIS ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে কত সাল থেকে?
  • ISPAN (Irrigation Support Project for Asia and the Near Fast) সর্বপ্রথম কোন প্রকল্পে বাংলাদেশে জিআইএস ব্যবহার করে-
  • বাংলাদেশ ও এর আশপাশের এলাকা দেখানোর জন্য কোন অভিক্ষেপ অধিক উপযোগী?
  • কোন প্রযুক্তির অন্যতম উপাদান হলো মানুষ?
  • আকৃতির তারতম্য অনুসারে অভিক্ষেপ কত প্রকার?
  • কত সালে জিআইএস-এর সূচনা হয়?
  • CGIS কত সালে প্রতিষ্ঠিত হয়?
  • কাকে GIS জনক বলা হয়?
  • GIS-এর প্রয়োজনীয়তাকে কয় ভাগে ভাগ করা যায়?
  • উঅচ-এর পূর্ণরূপ কোনটি?
  • Download our App Bissoy