এইচএসসি ভূগোল ১ম পত্র ৪র্থ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ট্রপোমন্ডলের বৈশিষ্ট্য কোনটি?
  • সৌরপর্দা বলা হয় কোন স্তরকে?
  • বায়ুদূষণের কারণ হলো
  • বায়ুদূষণ প্রতিরোধে কার্যকরী হলো
  • বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কোনটি?
  • কোনটি বায়ুদূষণের স্থির উৎস নয়?
  • বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন ও বিভিন্ন গ্যাসের অনুপাত যেখানে প্রায় সমান থাকে তাকে কী বলে?
  • উদ্ভিদ ও জীবজগতের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উত্তম?
  • কোন দুটি গ্যাস বায়ুমণ্ডলের ৯৯ ভাগ স্থান দখল করে আছে?
  • বায়ুমণ্ডলে বিষমমণ্ডলের অবস্থান কোথায়?
  • ভূপৃষ্ঠ থেকে কত কি. মি. পর্যন্ত বায়ুমণ্ডলের গঠনকারী গ্যাসের অনুপাত প্রায় সমান থাকে?
  • তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমন্ডলকে কত ভাগে ভাগ করা যায়?
  • কোনটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর?
  • বায়ুমণ্ডলের কোন স্তরের কারণে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আসতে পারে না?
  • বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরের কারণে?
  • অণু-পরমাণুগুলো সবসময় ঊধর্ব দিকে উখিত হয় বলে ঝরনা স্তর বলে-
  • ইলেকট্রন ও প্রোটন আয়নগুলো বলয়াকারে অবস্থান করে
  • মৃত্তিকা দূষিত হয় কোন দূষক দ্বারা?
  • নাইট্রোজেন অক্সাইড-এর সংকেত কোনটি?
  • এমফাইসিমার প্রধান কারণ কোনটি?
  • জীবাশ্ম জ্বালানি কোনটি?
  • বায়ুমণ্ডলের মূল উপাদান কয়টি?
  • পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুর জন্য দায়ী কোনটি?
  • বায়ুমন্ডলে CO2 গ্যাসের পরিমাণ কত শতাংশ?
  • ওজোন গ্যাসের সংকেত কোনটি?
  • স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কী বলা হয়?
  • মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো কোন স্তরে এসে ভস্মীভূত হয়?
  • বায়ুমন্ডলে কোন স্তরটিতে চার্জিত কণিকার উপস্থিতি রয়েছে?
  • বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় বলে আয়নোস্কিয়ারকে কী বলা হয়?
  • গ্লোবাল ওয়ার্মিং-এ মুখ্য ভূমিকা পালন করছে কোন গ্যাস?
  • সালোকসংশ্লেষণে কোনটি প্রয়োজন হয়?
  • কিছু কিছু ব্যাকটেরিয়া বায়ু থেকে কোন উপাদান সংগ্রহ করে?
  • কোন গ্যাসটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?
  • জলীয়বাম্পের পরিমাণ স্থান ও ঋতুভেদে কত পরিবর্তিত হয়?
  • কোন গ্যাস বায়ুর আয়তন বৃদ্ধি ও অক্সিজেনকে পাতলা করতে সহায়তা করে?
  • বায়ুমন্ডলে শতকরা কত ভাগ নাইট্রোজেন ও অক্সিজেন-
  • বায়ুমণ্ডলের নিম্নস্তরে অবস্থান করে-
  • তাপমাত্রা বেশি হলে জলীয়বাষ্পের পরিমাণ কীরূপ হবে?
  • কোনটির উপস্থিতে বায়ুমণ্ডলের ঘনীভবন প্রক্রিয়া চলে?
  • বায়ুম-লের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো-
  • Download our App Bissoy