এইচএসসি ভূগোল ১ম পত্র ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ভূপৃষ্ঠের কঠিন আবরণ কী নামে পরিচিত?
  • হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক?
  • বাংলাদেশের কোন অঞ্চল সোপান শ্রেণির ভূমিরূপের অন্তর্গত?
  • সিয়াল (SIAL) স্তর কোনটি?
  • ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণির?
  • হাওয়াই দ্বীপের মনালোয়া কোন ধরনের পর্বত?
  • স্রোতজ সমভূমি কোনটি?
  • পামীর মালভূমি কোন মহাদেশে অবস্থিত?
  • জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত?
  • বাংলাদেশের গারো পাহাড় অবস্থিত-
  • অশন্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তাকে কী বলে?
  • রায়াদের বাড়ী বাংলাদেশের মধ্যাঞ্চলে যা আনুমানিক এক লক্ষ বছর পূর্ব গঠিত সোপান ভূমি। এখানে আনারস, কলা ও কাঁঠাল অধিক উৎপন্ন হয়।
  • উদ্দীপকে ইঙ্গিতকৃত অঞ্চলের মূল বৈশিষ্ট্য হচ্ছে-
  • লালমাই পাহাড়ের আয়তন কত বর্গকিলোমিটার?
  • মোচাকৃতি পর্বত কোনটি?
  • ভূত্বকের শিলাস্তর কত প্রকার?
  • সৌরজগতের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি?
  • পৃথিবীর কেন্দ্রের উত্তাপ কত ডিগ্রি সেন্টিগ্রেড?
  • মোহোররাভিসিক বিযুক্তিরেখা কখন আবিষ্কৃত হয়?
  • বলিভিয়া কোন জাতীয় মালভূমি?
  • কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কোনটি?
  • পর্বত সাধারণত কত মিটারের বেশি উঁচু হয়?
  • পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?
  • কিলিমানজারো পর্বতের শীর্ষদেশ বরফাবৃত্ত কেন?
  • কোন জাতীয় পর্বতের চ্যুতিরেখা দেখা যায়?
  • হেনরি ও ব্ল্যাক হিলস কোন জাতীয় পর্বত?
  • পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চ্যুতিকূপ পর্বত দেখা যায়-
  • দুটি চ্যুতির মধ্যবর্তী উন্নত ভূভাগকে বলে-
  • কোনটি লাভা গঠিত মালভূমি?
  • কলম্বিয়া মালভূমি কোথায়?
  • সমভূমি উন্নীত মালভূমি-
  • কলোরাডো মালভূমি কোথায়?
  • তিব্বত মালভূমির আয়তন কত?
  • ভূত্বকের বহির্ভূত উপাদান হলো-
  • ল্যাকোলিথ পর্বতের বৈশিষ্ট্য-
  • আগ্নের পর্বতের বৈশিষ্ট্য-
  • মালভূমি সৃষ্টির কারণ-
  • মহাদেশীয় মালভূমি হলো-
  • ক্ষয়জাত সমভূমির বৈশিষ্ট্য হলো-
  • পলি সঞ্চিত সমভূমি-
  • Download our App Bissoy