এইচএসসি সমাজকর্ম ২য় পত্র ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ব্যক্তিগত বা মনোসামাজিক সমস্যা প্রশমনের জন্য কারা কাজ করে থাকে?
  • ‘সমাজকর্ম পেশায় সামাজিক বিজ্ঞানের অন্য শাখাগুলোর জ্ঞান অপরিহার্য— উক্তিটি মূল্যায়নে কী পরিলক্ষিত হয়?
  • প্রশাসন এবং ব্যবস্থাপনা সমাজকর্ম কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
  • সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র বিস্তৃত হওয়ায় যৌক্তিক কারণ কী?
  • সাহায্যার্থীর মনোসামাজিক সমস্যা নির্ধারণে সমাজকর্মের কোন শাখা কাজ করে?
  • আদালত সমাজকর্ম কাদের জন্য কাজ করে থাকে?
  • সমাজকর্মের কোন শাখা মূলত সমষ্টি সমাজকর্মের পৃথক একটি রূপ?
  • RAPPORT কাদের মধ্যে গড়ে উঠে?
  • সরাসরি সেবাদানকারী সমাজকর্মী বলতে বোঝায়, যারা–
  • আন্তর্জাতিক সমাজকর্মের কাজের ক্ষেত্র সম্পর্কে বলা যায়—
  • পেশাগত সমাজকর্মের কার্যাবলি সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো—
  • মানবিক সমস্যার সাথে আধুনিক সমাজকর্মের সম্পর্ক কীরূপ?
  • Reading to Social Problems গ্রন্থের লেখক কোন সমাজবিজ্ঞানী?
  • একজন চিকিৎসা সমাজকর্মী সাহায্যার্থীর জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করে—
  • স্কুল সমাজকর্ম চালু হয়েছিল—
  • উদ্দীপকের সমাজকর্মীকে কী হিসেবে আখ্যায়িত করা যায়?
  • উদ্দীপকের পরিস্থিতি নিরসনে একজন সমাজকর্মী–
  • “স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করাই হলো চিকিৎসা সমাজকর্ম।” উক্তিটি কার?
  • চিকিৎসা সমাজকর্মের নতুন নামকরণ কবে হয়?
  • কোন ব্যক্তি রোগীর চিকিৎসায় সমাজকর্মীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেন?
  • কার অনুপ্রেরণা এবং পরিচালনায় চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের মাঠকর্মের প্রশিক্ষণকে চালু করা হয়?
  • কত সালে পরীক্ষামূলকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু করা হয়?
  • বর্তমানে আমাদের দেশে মোট কয়টি হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু রয়েছে?
  • বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় কবে?
  • হাসপাতালের বিভিন্ন বিষয়ের সাথে খাপ-খাওয়াতে রোগীদের সহায়তা করে কে?
  • বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের অগ্রগতিতে কার অবদান অন্যতম?
  • Elements of Social Welfare’ গ্রন্থটির রচয়িতা কে?
  • বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা কর্মসূচি বাস্তবায়ন করা হয়—
  • চিকিৎসা সমাজসেবার কার্যক্রমের মাধ্যমে–
  • মিসেস ক্লারা, মিস সাবিনা ও মি. জামান ১৯৬১ সালে বাংলাদেশে প্রথম পেশাদার সমাজকর্মী হিসেবে হাসপাতালে নিয়োগ লাভ করেন। তাদের নিয়োগকৃত হাসপাতাল হচ্ছে—
  • তুষারের এ ধরনের সমস্যা সমাধানে কে ভূমিকা রাখতে পারে?
  • রোগীদের বিভিন্ন জটিলতা দূরীকরণে উদ্দীপকে ইঙ্গিতকৃত কর্মসূচি ভূমিকা পালন করে–
  • সমাজকর্মের কোন শাখা সাহায্যার্থীর সমস্যা নির্ণয় বা পরীক্ষা-নিরীক্ষা করে সমাধানের ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে সাহায্য করে?
  • ব্যক্তিত্বের ও আচরণের ত্রুটি, অসামঞ্জস্যতা, সাহায্যার্থীর প্রত্যাশা ইত্যাদি কোন সমাজকর্মের মাধ্যমে করা হয়?
  • সাহায্যাথীর সমস্যা নির্ণয় করে সমাধানের ব্যবস্থা গ্রহণ করে সমাজকর্মের কোন শাখা?
  • সমাজকর্মের কোন শাখা সম্পূর্ণভাবে মানসিক সেবা প্রদান করে?
  • ক্লিনিক্যাল সমাজকর্ম কাজ করে কীভাবে?
  • সাইকিয়াট্রিক সমাজকর্মের মূল লক্ষ্য কী?
  • মানসিক রোগীদের সমাজে বসবাসের উপযোগী করে তোলার জন্য কীসের ব্যবস্থা করা হয়?
  • সাইকিয়াট্রিক সমাজকর্মে রোগীর ধরন কয় প্রকার?
  • Download our App Bissoy