এইচএসসি সমাজকর্ম ১ম পত্র ৫ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ‘Sociology’ শব্দটি কোন দুটি ভাষার শব্দ থেকে এসেছে ?
  • সামাজিক বিজ্ঞান কী নিয়ে আলোচনা করে?
  • ‘সামাজিক বিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান’ উক্তিটি কার?
  • ‘সমাজবিজ্ঞান মানুষের মানসিক সংযোগের বিজ্ঞান’- উক্তিটি কার?
  • ‘সামাজিক বিজ্ঞানসমূহের মধ্যে বাস্তব আলাদা সত্তা নেই’— এটি কার উক্তি?
  • বিভিন্ন সমাজবিজ্ঞানী প্রদত্ত সমাজবিজ্ঞানের সংজ্ঞার মধ্যে বৈচিত্র্য লক্ষ করা যায় কেন?
  • রিচার্ড টি শেফার কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
  • শারমিন পরীক্ষার খাতায় সমাজবিজ্ঞানের সংজ্ঞা লিখতে গিয়ে সে সমাজবিজ্ঞানকে সামাজিক আচরণ এবং সমাজের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করে। সে কোন মনীষী প্রদত্ত সংজ্ঞাটি লিখেছিল?
  • ‘সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান, যার উদ্দেশ্য হলো সামাজিক কার্যাবলির মধ্যে একটি কার্যকর সম্পর্ক নির্ণয়ের ব্যাখ্যা দান করা।’ উক্তিটি কার?
  • ‘মানবিক সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ এবং এসবের ব্যাখ্যা করা সমাজবিজ্ঞানের প্রধান লক্ষ্য হলেও মানুষের জীবনযাত্রার উন্নতি বিধান হলো সমাজবিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য।’—উক্তিটি কার?
  • সমাজকল্যাণের মূল প্রতিপাদ্য –
  • সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করতে গিয়ে কোন সমাজবিজ্ঞানী বলেছেন যে, সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম বা কার্যাবলির পাঠ্য-
  • রিচার্ড টি শেফার সমাজবিজ্ঞানের সংজ্ঞায় যে বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছেন তা হলো—
  • সমাজবিজ্ঞান ও সমাজকর্মের বিষয়গত পার্থক্য হলো—
  • সামাজিক কার্যাবলির মাধ্যমে উপলব্ধি করা যায় —
  • উদ্দীপকে সামাজিক বিজ্ঞানের কোন শাখাটির কথা বলা হয়েছে?
  • উক্ত বিষয়টির আলোচ্য বিষয়বস্তু হলো—
  • ‘নৃবিজ্ঞানীরা একই বিষয়ের মধ্যে মানুষের জৈবিক ও সামাজিক বিজ্ঞানের সমন্বয় ঘটিয়েছে’- উক্তিটি কাদের?
  • ‘নৃবিজ্ঞান আদিম এবং আধুনিক মানবজাতি এবং তাদের জীবন প্রণালির অধ্যয়ন’- উক্তিটি কার?
  • ‘Anthropology শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
  • গ্রিক শব্দ ‘Anthropos’এর অর্থ কী?
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক আবেদ চৌধুরী। তাকে মানুষের প্রকৃতি ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করতে গেলে কোন বিষয়ের ওপর দক্ষতা অর্জন করতে হবে?
  • সামাজিক সমস্যা বিশ্লেষণে ও সমাধানে সমাজকর্মীদের নির্দেশনা দান করে কোনটি?
  • প্রাচীন ও আধুনিক সাংস্কৃতিক জগতের সাধারণ ও ব্যতিক্রমী বৈশিষ্ট্যের তুলনামূলক চিত্র তুলে ধরেন কোন বিজ্ঞানী?
  • ‘The Anthropologist is the Astronomer or the Social Science’- উক্তিটি কোন সংস্থার?
  • বাংলাদেশে বিদ্যমান ক্ষুদ্র জাতিসত্তার মানুষের বৈশিষ্ট্য, প্রকৃতি নিয়ে গবেষণা করছেন রশিদ তালুকদার। তাকে কী বলা যায়?
  • “আদিম ও সভ্য মানুষের জীবনধারার তুলনামূলক আলোচনা, বিবাহ ও পরিবারের বিবর্তন বিষয়বআলোচনা”-সামাজিক বিজ্ঞানের কোন শাখার বিষয়বস্তু?
  • নৃবিজ্ঞান বিষয়টিকে অধ্যয়ন করতে হলে জানতে হবে –
  • সামাজিক জীব হিসেবে নৃবিজ্ঞান আলোচনা করে—
  • উদ্দীপকে আরিব কোন বিষয়ে অনার্স পড়ছে?
  • উক্ত বিষয় সম্পর্কে বলা যায় –
  • ‘যে বিজ্ঞান মানসিক ও শারীরিক ক্রিয়ার পারস্পারিক সম্পর্ক, বিশেষ করে যা ব্যক্তিত্ত্বকে প্রভাবিত করে, তার অনুধ্যান করে তাকে মনোবিজ্ঞান বলে। – উক্তিটি কীসে উল্লেখ আছে?
  • Psychology এর বাংলা প্রতিশব্দ কোনটি?
  • মানুষের বাহ্যিক আচরণ বিশ্লেষণ করে মানবীয় আচরণের পেছনে যে অভ্যন্তরীণ চালিকাশক্তি রয়েছে তার অনুসন্ধান করে কোন বিজ্ঞান?
  • ‘মানুষের বাহ্যিক আচরণ ও সামাজিক সম্পর্ক বুঝতে হলে তার মানসিক বৃত্তি ও প্রকৃতি বিশ্লেষণ করা প্রয়োজন’- উক্তিটি কার?
  • কোন বিষয়কে মানুষ ও প্রাণির মন ও আচরণের বিজ্ঞান বলা হয়?
  • জ্ঞানের কোন শাখা মানুষের বাহ্যিক আচরণের অভ্যন্তরীন শক্তি অনুসন্ধান করে?
  • আচরণ → মানসিক প্রক্রিয়া → ? উপরের (?) স্থানে কোনটি বসবে?
  • আধুনিক সমাজকর্মের পদ্ধতিগত সমস্যা সমাধান প্রক্রিয়া মনোবিজ্ঞানের কোন শাখার ওপর বিশেষভাবে নির্ভরশীল?
  • ‘The Background of Personality’ গ্রন্থটির রচয়িতা কে?
  • Download our App Bissoy