এইচএসসি সমাজবিজ্ঞান ২য় পত্র ৪র্থ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ‘আস্থিক’ ও ‘লামদানী’ নামে গোত্র দুটি যে নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত-
  • খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?
  • রাখাইন জনগোষ্ঠী নিম্নের কোন অঞ্চলে বসবাস করে?
  • গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম –
  • চাকমা সমাজে কোন সংগঠনের প্রধানকে হেডম্যান বলা হয়?
  • সাঁওতাল দেবতাকে বলা হয়—
  • চাটচী হলো গারো সমাজের-
  • উদ্দীপকে বাসু সরেন কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
  • উক্ত নৃগোষ্ঠী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ আগুনে পুড়িয়ে, কারণ—
  • কমলের বন্ধু কোন এথনিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত?
  • শাকিলের নতুন বন্ধুরা কোন নৃগোষ্ঠীর সদস্য?
  • উক্ত নৃগোষ্ঠীর লোকদের বৈশিষ্ট্য যে এথনিক সম্প্রদায়ে দেখা যায় তা হলো—
  • সিলেট অঞ্চলে বসবাসরত একটি নৃগোষ্ঠীর নাম—
  • চাকমাদের খাজনা আদায়ের দায়িত্ব কার ওপর অর্পিত?
  • গারো সম্প্রদায়ের স্থানীয় ভাষার নাম কী?
  • বাংলাদেশের রাখাইন সম্প্রদায়ের লোকেরা বসবাস করে—
  • চাকমা সমাজের মৌজার প্রধান কে?
  • খাসিয়া নৃগোষ্ঠীর পরিবার ব্যবস্থা কীরূপ?
  • কোচ উপজাতিরা কোন ধর্মের অনুসারী?
  • চাকমা আদামের প্রধানকে কী বলে?
  • রাখাইনদের সান্দ্রে উৎসবটি কতদিন পর্যন্ত চলে?
  • কৌটিলা মুড়া পাহাড়ে কয়টি স্তূপ আবিষ্কৃত হয়েছে?
  • মাতৃতান্ত্রিক পরিবার কোন জনগোষ্ঠীর মধ্যে লক্ষ করা যায়—
  • মণিপুরি জনগোষ্ঠীর বেশিরভাগই বসবাস করে—
  • জুমচাষ নিষিদ্ধ করা হয় কোন সালে?
  • বাংলাদেশে কোন নৃগোষ্ঠীর সংখ্যা বেশি?
  • ‘নৃ’ শব্দের অর্থ কী?
  • গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম /
  • মাঘী পূর্ণিমা মারমাদের কাছে কী নামে পরিচিত?
  • পুত্র সন্তান লাভের আশায় কোচরা কোন মাসে উৎসব পালন করে?
  • চাকমা নৃগোষ্ঠী কোন ধর্মাবলম্বী?
  • ইংরেজি রেস (Race) শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  • বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে যে সব নরগোষ্ঠীর প্রভাব বেশি-
  • মাতৃতান্ত্রিক পরিবার লক্ষ করা যায়-
  • সাঁওতালদের গ্রামদেবতার নাম-
  • কোন নৃগোষ্ঠী মান্দিভাষায় কথা বলে?
  • চাকমাদের আদি পিতা হিসাবে কোন রাজার নাম পাওয়া যায়?
  • কোন বিচারে চাকমারা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক?
  • কোন সমাজে পিতার সম্পত্তিতে কন্যার অধিকার নেই?
  • মণিপুরিদের নিজস্ব ভাষার নাম কী?
  • Download our App Bissoy