এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • সামাজিক জীব হিসেবে পরিচিত হওয়ার জন্য মানুষকে কী করতে হয়?
  • ‘Sociology: A Synopsis of Principles’ গ্রন্থের রচয়িতা কে?
  • সামাজিকীকরণ হলো—
  • ব্যক্তিকে সামাজিক ভূমিকা ও মনোভাব শিক্ষা দেয় কোনটি?
  • ‘সামাজিকীকরণ বলতে ঐ প্রক্রিয়াকে বোঝায় যার মধ্য দিয়ে ব্যক্তি সামাজিক মনোভাব ও আচরণের বিষয়াদি অর্জন করে’ উক্তিটি কার?
  • ‘বিশ্বায়নের’ ইংরেজি প্রতিশব্দ কোনটি?
  • “সমাজের দিক থেকে সংস্কৃতি সঞ্চারিত করার এবং ব্যক্তির সংগঠিত জীবন গঠনের উপায় হলো সামাজিকীকরণ”— সংজ্ঞাটি কার?
  • সামাজিকীকরণ ব্যক্তির মধ্যে কী সৃষ্টি করে?
  • ব্যক্তির সংগঠিত জীবন গঠনের উপায় কোনটি?
  • কোনটি ব্যতীত ব্যক্তি বা সমাজ কেউই স্বাধীন তথা স্বতন্ত্রভাবে টিকে থাকতে পারবে না?
  • কোনটি ছাড়া সমাজস্থ মানুষের পরিপূর্ণভাবে ব্যক্তিত্বের বিকাশ সাধন সম্ভব নয়?
  • কোনটি ছাড়া ব্যক্তির পক্ষে সমাজে টিকে থাকা সম্ভব নয়?
  • ‘জন্মের সময় নবজাতকের মধ্যে মানুষে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে মাত্র’– উক্তিটি কার?
  • সামাজিকীকরণের মধ্যে কয়টি প্রক্রিয়া লক্ষ করা যায়?
  • সামাজিকীকরণে মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে বলা যায়—
  • সামাজিকীকরণ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো-
  • পুরোপুরি সামাজিকীকৃত ব্যক্তি —
  • সামাজিকীকরণ প্রক্রিয়া অপরিহার্য –
  • সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?
  • Socialization কথাটির অর্থ কী?
  • সামাজিকীকরণ বলতে বোঝায়—
  • মানব জীবনে কোন প্রক্রিয়াটি অবিরাম চলতে থাকে?
  • ব্যক্তিজীবনের সাথে গোষ্ঠীজীবনের সামঞ্জস্য সাধন হয় কীসের মাধ্যমে?
  • শিশুর সুস্থ ব্যক্তিত্ব গঠনের পথে প্রধান অন্তরায় কোনটি?
  • শিশুর সামাজিকীকরণের দর্পণ হিসেবে কাজ করে-
  • তথ্য আদান-প্রদানের কৃৎকৌশলকে কী বলা হয়?
  • শিশুর মধ্যে নেতৃত্ব গুণটির বিকাশে অগ্রগণ্য সামাজিক উপাদান হিসেবে কোনটি বিবেচ্য?
  • আট বছরের রাইন কোনো কিছু করলে তা তার বাবা-মা অপছন্দ এবং নিরুৎসাহিত করেন। ভবিষ্যতে রাইনের ব্যক্তিত্ব কেমন হতে পারে?
  • শিশু কোথায় তার চিন্তা, আবেগ ও কর্মের অভ্যাস গঠন করে?
  • শিশুরা সাধারণত কার আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাসী হয়?
  • কোন শ্রেণির সামাজিকীকরণের উপায়গুলোর ক্ষেত্রে সম্পর্কের প্রকৃতি কর্তৃত্বমূলক ও বাধ্যবাধকতার?
  • শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কয় ভাগে ভাগ করা যায়?
  • পরিবারের সুখ কীসের ওপর নির্ভর করে?
  • কোনটি সমাজস্থ মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করে?
  • হেভিঘার্স্টের মতে, শিশুর সঙ্গীদল তার ব্যক্তিত্বকে কয়ভাবে প্রভাবিত করে?
  • একটি শিশুকে অপরাধমূলক কাজে লিপ্ত করতে শক্তিশালী ভূমিকা পালন করে কে?
  • ব্যক্তির মনে দায়িত্ববোধ ও সামাজিক চেতনা সৃষ্টি করে কে?
  • শিশুর সামাজিকীকরণের গৌণ মাধ্যম কোনটি?
  • অপুর বয়স ৮ বছর। সে পড়ালেখা এবং খেলাধুলা দুটোতেই সমান পারদর্শী। প্রতিদিন বিকালে সে তার বন্ধুদের সাথে খেলাধুলা করে। তার বন্ধুরাও পড়ালেখায় ভালো। অপুর মধ্যে কোন লক্ষণ দেখা যায়?
  • সমবয়সী সঙ্গীদলের সদস্যদের আচার-আচরণ কেমন হয়?
  • Download our App Bissoy