এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • মানুষের জৈব-মানসিক সত্তা প্রভাবিত হয় কী দ্বারা?
  • মানবজীবনের অপরিহার্য শর্ত কোনটি?
  • ‘Civilization and Climate’ গ্রন্থের রচয়িতা কে?
  • সমাজজীবনের কোনটি ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত?
  • সমাজজীবনকে মৌলভাবে প্রভাবিত করে এমন সব উপাদানের মধ্যে সমাজবিজ্ঞানীরা কয়টি উপাদানকে বিশেষ গুরুত্বসহকারে সনাক্ত করেছেন?
  • অত্যধিক শীতল অঞ্চলে মানুষ কোনটি গড়ে তুলতে পারে না?
  • কোন অঞ্চলের মানুষ সাধারণত কর্মশক্তিতে বলীয়ান ও উদ্যমশীল হয়?
  • সমাজজীবনকে কোন পরিবেশের অন্যতম ফসল বলা হয়ে থাকে?
  • ‘প্রকৃতি মানুষের জন্য যা কিছু নিয়োজিত রেখেছে তার সমন্বয়ে ভৌগোলিক পরিবেশ গঠিত’— উক্তিটি কার?
  • বনাঞ্চল, পশুপক্ষী প্রভৃতি সমাজজীবনকে মৌলভাবে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের অন্তর্ভুক্ত?
  • মানব সভ্যতার অগ্রগতির মূলে কীসের প্রভাব রয়েছে?
  • কোনটি ভৌগোলিক উপাদানের উদাহরণ?
  • কৃষিকাজের জন্য কেমন জলবায়ু উপযোগী?
  • চুনাপাথর পাওয়া সাপেক্ষে কোথায় সিমেন্ট শিল্পের বিকাশ ঘটেছে?
  • বাংলাদেশের সিলেট অঞ্চলে অধিক পরিমাণ চায়ের চাষ হওয়ার প্রধান কারণ কোনটি?
  • কোন অঞ্চলে তাঁত শিল্প গড়ে উঠেছে?
  • বাংলাদেশের ঘরের জানালাগুলোতে সানসেড লাগানো হয় কেন?
  • কোন এলাকায় ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছে?
  • সাধারণত কোন অঞ্চলের মানুষ কৃষ্ণবর্ণের হয়ে থাকে?
  • সাধারণত কোন অঞ্চলের মানুষ শ্বেত বর্ণের হয়ে থাকে?
  • কার গবেষণায় লক্ষণীয় যে, একটি নির্দিষ্ট তাপমাত্রার মানসিক দক্ষতা ও বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি দেখা যায়?
  • কখন মানুষ বেশি পরিশ্রম করেও পরিশ্রান্ত হয় না, ক্ষুধা কম অনুভব করে এবং দিনেও ঘুম কম আসে?
  • গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষের কম বয়সে যৌবন প্রাপ্তি ঘটে কেন?
  • কোন অঞ্চলের মানুষ কঠোর পরিশ্রমী হয়ে থাকে?
  • সাধারণত কোন অঞ্চলের জমির সীমানা নির্ধারণ নিয়ে গোলমাল ও মামলা-মোকদ্দমা হয়ে থাকে?
  • মন্টেস্কুর মতে উষ্ণ জলবায়ু কীরূপ শাসনের অনুকূলে?
  • কার মতে, বাতাসে আর্দ্রতার পরিমাণ মানুষের স্বাস্থ্য শক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান?
  • বাংলাদেশের রাজশাহীতে প্রচুর রেশম জন্মে। যেজন্যে সেখানে রেশম শিল্প গড়ে উঠেছে। রাজশাহীতে কোনটির প্রভাবে রেশম শিল্প গড়ে উঠেছে?
  • সমাজবিজ্ঞানীরা মানবক্রিয়াকে কয় ভাগে ভাগ করেন?
  • মন্টেস্কুর মতে, এশীয় সমাজে কীরূপ সরকারি নীতি বেশি দেখা যায়?
  • ভৌগোলিক অবস্থার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এমন মানবক্রিয়া হচ্ছে-
  • মানুষের জীবনে পোশাকের ভূমিকা অনস্বীকার্য —
  • প্রত্যেকটা প্রযুক্তিই কীসের ফল?
  • ভৌগোলিক পরিবেশের বিচ্ছিন্নতাকে নির্দেশ করে-
  • সানসিংতুন সভ্যতা গড়ে উঠতে সমাজজীবনের কোন উপাদানটি মুখ্য ভূমিকা পালন করেছিল?
  • উন্তু সভ্যতা গড়ে ওঠার দিক থেকে সাদৃশ্য রয়েছে—
  • সুন্দরবন এলাকায় জলদস্যুদের আস্তানা বেশি হওয়ার কারণ-
  • কোন অঞ্চল মানবসভ্যতা বিকাশে বেশি উপযোগী?
  • ভৌগোলিক উপাদানের মধ্যে কোনটি মানব প্রকৃতি ও দক্ষতার ওপর বিশেষ প্রভাব রাখে?
  • ভৌগোলিক অবস্থানগত কারণে গড়ে উঠেছে-
  • Download our App Bissoy