এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • “মানুষের ধর্মই এই যে, সে অনেকের সাথে একত্রে বাস করতে চায়”— উক্তিটি কার?
  • ম্যাকাইভারের মতানুযায়ী সমাজের বৈশিষ্ট্য কয়টি?
  • ইংরেজি Society শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?
  • কোন প্রত্যয়টি মানুষকে সামাজিক জীব হিসেবে মর্যাদা দান করে?
  • সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টি ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থেই ব্যবহৃত হয়?
  • ‘সমাজ অর্থ সহযোগিতা’ — উক্তিটি কার?
  • ‘সমাজ মানুষের বহুবিধ সামাজিক সম্পর্কের এক সামগ্রিক পদ্ধতি’— উক্তিটি কার?
  • সমাজবিজ্ঞানী ম্যাকাইভার সমাজের সংজ্ঞায় কোন বিষয়টির ওপর গুরুত্বারোপ করেছেন?
  • ‘যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ’–সংজ্ঞাটি কার?
  • সমাজের সদস্যরা তাদের প্রয়োজন মেটানোর জন্যে কোনটি গড়ে তোলে?
  • ‘যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ’— সংজ্ঞাটি কোন গ্রন্থ থেকে নেওয়া?
  • সমাজে কীসের প্রাধান্য বেশি?
  • হীরা ও তাহমিনা একসাথে একটি প্রতিষ্ঠানে কাজ করে। তারা একে অপরকে জানে ও উভয়ের মধ্যে ভাবের আদান-প্রদান হয়। এক্ষেত্রে তাদের মধ্যে কোন বিষয়টি গড়ে উঠবে?
  • সমাজ সৃষ্টির মূল উপাদান কী?
  • নিজেদের প্রয়োজন পূরণে সমাজের সদস্যরা কোনটি গড়ে তোলে?
  • সৈয়দপুর গ্রামের মানুষদের নিয়ে একটি সমাজ গড়ে উঠেছে। এ সমাজের ক্ষেত্রে কোনটি বলা যাবে?
  • নির্ভরশীলতা → সংঘবদ্ধতা মিথস্ক্রিয়া → সামাজিক সম্পর্ক ছকটি কীসের সাথে সম্পর্কিত?
  • ‘ Fundamentals of Sociology’ গ্রন্থটির রচয়িতা কে?
  • সমাজের সদস্যরা পরস্পর-
  • সমাজের অভ্যন্তরে বিদ্যমান —
  • কোন দৃষ্টিকোণ থেকে মানুষ যা তাই সংস্কৃতি?
  • ম্যাকাইভারের মতে, সমাজ বলতে বোঝায় পারস্পরিক—
  • সমাজের রূপ ফুটে ওঠে তার-
  • অনুচ্ছেদের গ্রামবাসীদের পারস্পরিক সম্পর্ককে কী বলা যায়?
  • অনুচ্ছেদের গ্রামটি হচ্ছে একটি গ্রামীণ সমাজের উদাহরণ। কারণ-
  • সমাজ যে ধরনের সংগঠন—
  • যখন একাধিক ব্যাক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কী বলে?
  • সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে—
  • কার মতে, প্রত্যেকটি সমাজ হলো এক একটি জীব দেহের মতো?
  • মানুষ কার চাহিদা অনুসারে জীবন গঠনের চেষ্টা করে?
  • ম্যাকাইভার ও পেজ কর্তৃক রচিত গ্রন্থ কোনটি?
  • সমাজ সর্বদা কীরূপ?
  • সমাজের সাথে মানুষের সম্পর্ক কেমন?
  • সাধারণ যে বৈশিষ্ট্য থাকলে যেকোনো জনসমষ্টিকে সমাজ বলা যায়—
  • ‘যান্ত্রিকতা ও শিল্পকলার বদৌলতে জীবনযাত্রার মান উন্নয়নের জন্যে যে সমস্ত বস্তু বিদ্যমান তাই বস্তুগত সংস্কৃতি’ – সংজ্ঞাটি কার?
  • সমাজের মৌল কাঠামোর অন্তর্ভুক্ত-
  • উদ্দীপকটি পড়ে উত্তর দাও ৩৮ ও ৩৯নং প্রশ্নের উত্তর দাও:
  • উদ্দীপকে কীসের ইঙ্গিত দেওয়া হয়েছে?
  • উদ্দীপকে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছেg
  • রাশিয়ান সমাজবিজ্ঞানী কোভালেভস্কির মতানুযায়ী সবচেয়ে আদিম সমাজের ধরন কীরূপ ছিল?
  • Download our App Bissoy