এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ইবনে খালদুন কোন বিশ্ববিদ্যালয়ে প্রধান অধ্যাপক হিসেবে নিযুক্ত হন?
  • ইবনে খালদুনের ‘আল মুকাদ্দিমা’ গ্রন্থ কয়টি পর্যায়ে বিভক্ত?
  • সমাজবিজ্ঞানের পথিকৃৎ বলা হয় কোন দার্শনিককে?
  • ইবনে খালদুন কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
  • কার মতে স্বপ্নের মাধ্যমেই মানুষের মনে প্রথম আত্মার ধারণা সৃষ্টি হয়?
  • ইবনে খালদুনের বিখ্যাত ইতিহাস গ্রন্থের নাম কী?
  • ইবনে খালদুন রাষ্ট্র ও সার্বভৌমত্ব সম্বন্ধে কোন গ্রন্থে বিশদ আলোচনা করেছেন?
  • ‘পরিবর্তনের চাকায় মানুষ নিয়তই পরিবর্তিত হচ্ছে এবং এ পরিবর্তনের শক্তিগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে’ উক্তিটি কার?
  • ‘সমাজ ভৌগোলিক প্রভাব, আবহাওয়া ও মাটি দ্বারা বিশেষভাবে প্রভাবিত’— উক্তিটি কার?
  • ইবনে খালদুন সমাজবিজ্ঞানে কোন নতুন ধারণা প্রদান করেন?
  • আল-মুকাদ্দিমা গ্রন্থের বৈশিষ্ট্য কোনটি?
  • আল-মুকাদ্দিমার তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় কী?
  • আল-মুকাদ্দিমার প্রথম অধ্যায়ে কোনটি আলোচিত হয়েছে?
  • সামাজিক ক্রমবিবর্তনের ধারাকে ইবনে খালদুন কীসের ন্যায় ব্যাখ্যা করেছেন?
  • ইবনে খালদুনের মতে রাষ্ট্রের বয়সের স্তর সাধারণত কয়টি?
  • ইবনে খালদুনের মতে প্রতিটি রাষ্ট্রের বয়স কত বছরের মধ্যে সীমাবদ্ধ?
  • ইবনে খালদুন কর্তৃক নামকরণকৃত জ্ঞানের নতুন শাখা কোনটি?
  • ইবনে খালদুনের মতে সমাজের ভিত্তি কী?
  • খালদুনের মতে কোন সমাজে সামাজিক সংহতি সবচেয়ে দৃঢ়?
  • কার চিন্তায় আমরা আল-উমরান- এর অনুরূপ বিজ্ঞানের সন্ধান পাই?
  • আল-মুকাদ্দিমার কোন অধ্যায়টি ‘The Prince’ নামক গ্রন্থের সাথে সাদৃশ্যপূর্ণ?
  • খালদুনের মতে, কোনটির বিভিন্নতার কারণে সমাজ ও রাজনৈতিক কাঠামোতে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হতে পারে?
  • শুধুমাত্র রাজনৈতিক ঘটনার নিছক বর্ণনা ইতিহাসের বিষয়বস্তু হতে পারে না। বিষয়টি সর্বপ্রথম কে উপলব্ধি করেন?
  • সমাজ ও রাষ্ট্রের উত্থান পতনের কারণ অনুসন্ধান করার ক্ষেত্রে খালদুন কোন পদ্ধতির সাহায্য গ্রহণ করেন?
  • ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
  • ইবনে খালদুন একটি নতুন বিজ্ঞানের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন-
  • খালদুনের সবচেয়ে বড় অবদান তিনি মানবসমাজ অধ্যয়নের জানো—
  • ‘Positive Philosophy’ গ্রন্থটির রচয়িতা কে?
  • আল-উমরানের চতুর্থ অধ্যায়ে আলোচিত হয়েছে-
  • গোষ্ঠী সংহতির মূল উৎস হলো-
  • কোন যুগে প্রকৃতির বাইরে ঈশ্বর বা অন্য কোনো চরম সত্তাকে অস্বীকার করা হয়েছে?
  • ইবনে খালদুনের দৃষ্টিতে হুন লু সমাজে কোনটি বিদ্যমান?
  • ইবনে খালদুন এ বিষয়টিকে কেন্দ্র করে ধারণা প্রদান করেছেন—
  • এ বিষয়টি সম্পর্কে ইবনে খালদুন জানতে পেরেছেন—
  • আসাবিয়া হচ্ছে—
  • পথিকৃৎ সমাজবিজ্ঞানীদের মধ্যে যিনি তিউনিসে জন্মগ্রহণ করেন তিনি সমাজবিজ্ঞানের এমন একটি প্রত্যয় উদ্ভাবন করেন যার অর্থ গোত্র সংহতি। অনুচ্ছেদে উল্লিখিত সমাজবিজ্ঞানীর উক্ত প্রত্যয় ছাড়াও উল্লেখযোগ্য অবদান হলো-
  • ইবনে খালদুনের সমাজবিজ্ঞানের কেন্দ্রবিন্দু কোনটি?
  • ইবনে খালদুনের মতে, রাষ্ট্রের প্রতিটি স্তরের আয়ুষ্কাল কত?
  • আল-মোকাদ্দিমা গ্রন্থটির প্রকাশকাল কোনটি?
  • ‘আল-উমরান’ অর্থ কী?
  • Download our App Bissoy